খেলাধুলা

বাবা হারালেন পেসার সিরাজ

দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় অনুশীলনে ব্যস্ত ২৬ বছর বয়সী ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। বাবার ইচ্ছা, দেশের হয়ে গর্ব বয়ে নিয়ে আসবেন তার ছেলে। বাবার ইচ্ছাকে প্রাধান্য দেওয়া সিরাজ অনুশীলন শেষে পেলেন শোক সংবাদটি। তার বাবা আর নেই।

আজ শুক্রবার (২০ নভেম্বর) এই ভারতীয় পেসারের বাবা মোহাম্মদ গৌজ হায়দরাবাদে ফুসফুসের সংক্রমণে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৩ বছর।

সিরাজের কাছে এই খবর পৌঁছে দিয়েছেন দলের অধিনায়ক বিরাট কোহলি এবং কোচ রবী শাস্ত্রী। এমন খবর পাওয়ার পর সংবাদমাধ্যমে অধিনায়ক এবং কোচের কথা টেনে সিরাজ বলেন, ‘আমি আমার জীবনের সবচেয়ে বড় অবলম্বনকে হারিয়েছি। এটা আমার জন্য অনেক দুঃখের। দলের অধিনায়ক কোহলি এবং কোচ শাস্ত্রী আমাকে এই খবর জানিয়েছেন। তারা আমাকে সর্বাত্মক সহায়তা করবেন বলেছেন।’

তবে চাইলে ভারতে এখনই ফিরে আসতে পারবেন না ২৬ বছর বয়সী সিরাজ। কোয়ারেন্টাইন নিয়মের কারণে সিরাজ এখন বাবাকে শেষ বিদায় দেওয়ার জন্য দেশে ফিরতে পারবেন না। তবে বাবার বিদায় বেলায় সিরাজ জানিয়েছেন, বাবার ইচ্ছা পূরণ করতে পেরে আনন্দিত তিনি।

সিরাজ আরও যোগ করেন, ‘আমার বাবা সব সময় চেয়েছে, আমি যেন দেশের হয়ে গর্ব বয়ে আনতে পারি। তার স্বপ্ন ছিল আমি যেন জাতীয় দলের জার্সিতে খেলতে পারি। আমি খুশি যে, আমি উনাকে আনন্দিত করতে পেরেছি।’

২০১৬-১৭ সালে রঞ্জি ট্রফিতে দারুণ পারফরম্যান্স করে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে আড়াই কোটি রুপির বিনিময়ে খেলার সুযোগ পান। এরপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি সিরাজকে। বাবার অতীতের কথা টেনে সিরাজ আরও বলেন, ‘আমার বাবা আমাদের অনেক কষ্টের মধ্যে দিয়ে বড় করেছেন। তিনি আমাকে ক্রিকেটার হতে সহায়তা করতে অনেক কষ্ট করেছেন।’

জাতীয় দলের রঙিন পোশাকের দলে সুযোগ পাওয়া সিরাজ বর্তমানে দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় আছেন। ২৭ নভেম্বর প্রথম ওয়ানডের মধ্য দিয়ে দুই দলের মধ্যকার সিরিজ শুরু হবে। তিন ওয়ানডের পর তিন টি-টোয়েন্টি এবং চার টেস্ট সিরিজ খেলবে ভারত।