খেলাধুলা

‘বিগ থ্রি’ ধারণার সমর্থক নন নতুন আইসিসি সভাপতি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) রাজস্বের সিংহভাগই আসে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ম্যাচ থেকে। তাই বিশেষ চোখে দেখা হয় তাদের। এমনকি এই তিনটি দেশকে নিয়ে ‘বিগ থ্রি’ নামে একটি ধারণা তৈরি হয়েছে প্রায় এক দশক আগে। বিতর্কিত এই ধ্যান-ধারণায় বিশ্বাসী নন আইসিসির নতুন সভাপতি গ্রেগ বার্কলে।

ইমরান খাওয়াজাকে হারিয়ে বুধবার আইসিসির নতুন স্বাধীন সভাপতি নির্বাচিত হয়েছেন নিউ জিল্যান্ড ক্রিকেটের প্রধান। নিজ দেশ ছাড়াও ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ব্যাপক সমর্থন পেয়েছেন বার্কলে। বিশ্ব প্রতিযোগিতার চেয়ে বেশি বেশি দ্বিপাক্ষিক সিরিজ খেলাকেই প্রাধান্য দেন তিনি। ভবিষ্যতেও তেমন কিছু হতে যাচ্ছে। তবে তার চোখে সবাই সমান।

আন্তর্জাতিক বোর্ডের ভবিষ্যৎ নিয়ে ক্রিকইনফোর সঙ্গে আলাপচারিতা করেন বার্কলে। সেখানেই বিগ থ্রি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন এই নতুন সভাপতি, ‘কোনও সন্দেহ নেই। অনেক সংবাদমাধ্যম বিগ থ্রি ধারণা নিয়ে নানা খবর ছেপেছে। কিন্তু আমি একেবারে এটা সমর্থন করি না। আমার কাছে বিগ থ্রি বলে কিছু নেই, তারা কেবলই আইসিসির সদস্য।’

এই তিন দেশের গুরুত্ব স্বীকার করে বার্কলে বলেছেন, ‘হ্যাঁ, তারা সত্যিই গুরুত্বপূর্ণ সদস্য। ক্রিকেটীয় খাতে তাদের অনেক অবদান এবং কোনও ইভেন্টে তাদের আয়োজক কিংবা প্রতিপক্ষ হিসেবে পাওয়া অনেক লাভজনক। তারা কেবল গুরুত্বপূর্ণ কিন্তু অন্যদের চেয়ে আলাদা কিছু নয়।’