খেলাধুলা

‘আশা করি, অবশেষে সে ঈশ্বরের হাতে স্বস্তি খুঁজে পাবে’

ফুটবল বিশ্বের জন্য আজ শোকের দিন। বুধবার আচমকা ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর খবরে মুষড়ে পড়েছে গোটা বিশ্ব। ক্রীড়াঙ্গনের প্রত্যেকে শোকসন্তপ্ত হৃদয়ে শ্রদ্ধা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

বিংশ শতাব্দীর অন্যতম সেরা ফুটবলার ম্যারাডোনা। ১৯৮৬ সালের বিশ্বকাপ সাফল্যে দিয়েছিলেন সামনে থেকে নেতৃত্ব। নাপোলির সঙ্গে কাটিয়েছেন ক্লাব ক্যারিয়ারের সেরা সময়। দুটি সিরি ‘আ’ ও একটি উয়েফা কাপ জিতেছেন সেখানে।

সাবেক এই ফরোয়ার্ড ১৯৮১ সালে বোকা জুনিয়র্সকে জেতান আর্জেন্টিনা প্রিমেরা ডিভিশন। এরপর বার্সেলোনায় দুই বছর কাটিয়ে পেয়েছেন কোপা দেল রে। এই কিংবদন্তি ও সত্যিকারের ফুটবল প্রতিভাকে হারিয়ে শোকাহত পুরো বিশ্ব।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতি দিয়েছে, ‘আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়ার মাধ্যমে, আমাদের কিংবদন্তি ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনার মৃত্যুর জন্য গভীর শোক প্রকাশ করেছে। আপনি সবসময় আমাদের অন্তরে থাকবেন।’

ইংল্যান্ডের ফুটবল গ্রেট গ্যারি লিনেকার লিখেছেন, ‘আর্জেন্টিনার সংবাদমাধ্যম থেকে জানতে পারলাম ডিয়েগো ম্যারাডোনা মারা গেছেন। কিছুটা ব্যবধান থাকলেও আমার প্রজন্মের সেরা খেলোয়াড় এবং যৌক্তিকভাবে সর্বকালের সেরা। আশীর্বাদপুষ্ট হয়েও একটা ঝামেলাপূর্ণ জীবন কাটিয়েছে। আশা করি, অবশেষে সে ঈশ্বরের হাতে কিছুটা স্বস্তি খুঁজে পাবে। শান্তিতে ঘুমাও ডিয়েগো।’

বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো বলেছেন, ‘আজ আমি একজন বন্ধুকে বিদায় বলছি এবং বিশ্ব বিদায় বলছে একজন অবিনশ্বর প্রতিভাকে। সর্বকালের সেরা একজন। একজন অতুলনীয় জাদুকর। তিনি খুব তাড়াতাড়ি চলে গেলেন। রেখে গেলেন সীমাহীন সব কীর্তি। এই শূন্যস্থান কখনও পূরণ হবে না। শান্তিতে ঘুমান।’

ম্যারাডোনার সাবেক ক্লাব বার্সেলোনার টুইট, ‘ডিয়েগো, সবকিছুর জন্য ধন্যবাদ।’ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল লিখেছে, ‘ফুটবলের একজন সত্যিকারের গ্রেট। শান্তিতে ঘুমান ডিয়েগো ম্যারাডোনা।’ ম্যানচেস্টার সিটিও বার্তা দিয়েছে, ‘একজন অন্যতম সেরা গ্রেটকে বিদায় বলতে আমরা ফুটবল বিশ্বের সঙ্গে যোগ দিচ্ছি। শান্তিতে ঘুমান ডিয়েগো ম্যারাডোনা।’