খেলাধুলা

এবার চ্যাম্পিয়নস লিগ দিয়ে ইতিহাসের পাতায় ফ্রাপার্ট

বুধবার রাতে ইতিহাসের পাতায় নাম লিখতে যাচ্ছেন স্টেফানি ফ্রাপার্ট। প্রথম নারী হিসেবে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ পরিচালনা করবেন ফ্রান্সের এই রেফারি।

ঘরের মাঠে দিনামো কিয়েভের বিপক্ষে জুভেন্টাস তাদের পঞ্চম রাউন্ডের ম্যাচ খেলবে। এই খেলায় রেফারির দায়িত্বে থাকবেন ফ্রাপার্ট। ‘প্রথম’ হওয়ার বিষয়টি ৩৭ বছর বয়সীর কাছে নতুন কিছু নয়।

প্রথম নারী রেফারি হিসেবে গত বছর ফ্রেঞ্চ লিগ ওয়ানডে আঁমিয়ে ও স্ত্রাসবোর্গের ম্যাচ পরিচালনা করেছিলেন ফ্রাপার্ট। কয়েক মাস পর আবার রেকর্ড গড়েন। গত বছরের সেপ্টেম্বরে উয়েফার পুরুষদের খেলায় প্রথমবার রেফারিং করেন তিনি চেলসি ও লিভারপুলের সুপার কাপে।

গত অক্টোবরে লিস্টার সিটি ও জোরিয়া লুহানস্কের মধ্যকার ম্যাচ দিয়ে ইউরোপা লিগেও রেফারিংয়ের কীর্তি গড়েন ফ্রাপার্ট। ২০১৯ সালে মেয়েদের বিশ্বকাপ ফাইনালের রেফারি ছিলেন তিনি, ওই ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় যুক্তরাষ্ট্র। বড় মঞ্চে দারুণ ভূমিকা রেখে এবার দায়িত্ব পেলেন ইউরোপিয়ান ঘরোয়া ফুটবলের শীর্ষ মঞ্চেও।