খেলাধুলা

কাতার বিশ্বকাপের চতুর্থ স্টেডিয়ামের উদ্বোধন ১৮ ডিসেম্বর

এগিয়ে আসছে কাতার বিশ্বকাপ। তৈরি হয়ে গেছে চতুর্থ ভেন্যুর স্টেডিয়াম। আগামী ১৮ ডিসেম্বর উদ্বোধন হবে আল রাইয়ান স্টেডিয়াম।

২০২২ বিশ্বকাপের ফাইনাল হওয়ার ঠিক দুই বছর আগে উদ্বোধন করা হবে নতুন এই স্টেডিয়ামের। এটি হতে যাচ্ছে কাতার স্টার্স লিগের ক্লাব আল রাইয়ান স্পোর্টস ক্লাবের নতুন ঠিকানা। 

পরের বিশ্বকাপের জন্য এরই মধ্যে খলিফা ইন্টারন্যাশনাল, আল জানোব ও এডুকেশন সিটি স্টেডিয়ামের কাজ সম্পন্ন হয়ে গেছে।

১৮ ডিসেম্বর কাতারের জন্য বিশেষ দিন। ওই দিন জাতীয় দিবস। ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালও হবে একই তারিখে।

বিশ্বকাপে আল রাইয়ান স্টেডিয়ামে হবে শেষ ষোলোসহ সাতটি ম্যাচ। ৪০ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামটি দোহার মেট্রো গ্রিন লাইনের আল রিফা মেট্রো স্টেশন থেকে হাঁটার দূরত্বে।

এখনও নির্মাণাধীন রয়েছে আরও চারটি ভেন্যু। মোট ৫টি শহরের আটটি স্টেডিয়ামে হবে বিশ্বমঞ্চের লড়াই। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম শীতকালীন মৌসুমে হবে প্রতিযোগিতা। ২১ নভেম্বর উঠবে এই আসরের পর্দা।