খেলাধুলা

জাকিরের হাফসেঞ্চুরিতে খুলনার ১৭৩

ফরচুন বরিশালকে ৪ উইকেটে হারিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরু করেছিল জেমকন খুলনা। শুক্রবার দ্বিতীয় দেখায় তারা ওপেনার জাকির হাসানের ফিফটিতে ৬ উইকেটে ১৭৩ রান করেছে।

নিজেদের পঞ্চম ম্যাচে টস জিতে খুলনাকে ব্যাট করতে পাঠায় বরিশাল। ইনিংসের তৃতীয় ওভারে জহুরুল ইসলামকে (২) বোল্ড করেন তাসকিন আহমেদ। ১৯ রানে প্রথম উইকেট হারানোর ধাক্কা ভালোভাবে কাটিয়ে ওঠে খুলনা। 

উইকেটকিপার-ব্যাটসম্যান জাকিরের সঙ্গে ৯০ রানের জুটি গড়েন ইমরুল কায়েস। কামরুল ইসলাম রাব্বির বলে মিড অফে তামিম ইকবালের ক্যাচ হন তিনি ৩৭ রান করে। ১৫তম ওভারে এই জুটি ভাঙলে ঝুঁকিতে পড়ে খুলনা। 

টানা দুই ওভারে আরও দুটি উইকেট হারায় চার ম্যাচে দুটি জয় পাওয়া দলটি। জাকির ৪২ বলে ১০ চারে ইনিংস সেরা ৬৩ রান করে তাসকিনের শিকার হন তৌহিদ হৃদয়ের ক্যাচ হয়ে। এই টুর্নামেন্টে প্রথম কারও ব্যাটে ফিফটি ছাড়ানো ইনিংস দেখলো খুলনা।

আবারও ব্যর্থ হন সাকিব আল হাসান। ১০ বল খেলে তাকে ১৪ রানে তৌহিদের ক্যাচ বানান তানভীর ইসলাম। 

শেষ দিকে মাহমুদউল্লাহর ছোটখাটো ঝড়ে খুলনার স্কোর দেড়শ ছাড়ায়। শামীম হোসেনকে নিয়ে ২১ বলে ৩২ রানের জুটি গড়েন অধিনায়ক। ইনিংসের শেষ ওভারে দুজনকে টানা দুই বলে ফেরান রাব্বি। শামীম ৫ রানে মেহেদী হাসান মিরাজকে ক্যাচ দেন। মাহমুদউল্লাহ ১৪ বলে চারটি চারে ২৪ রান করে বোল্ড হন।

রাব্বির হ্যাটট্রিক বলে চার মারেন শুভাগত হোম। পরের বলে একটি রান নিয়ে আরিফুল হককে স্ট্রাইকে পাঠান তিনি। একমাত্র বলটি ছক্কা মারেন আরিফুল।

রাব্বি চার ওভারে ৩৩ রান দিয়ে তিনটি উইকেট নেন। দুটি পান তাসকিন।