খেলাধুলা

ফুটবলারদের ১৪ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটির অনুমোদন ফিফার

মেয়ে ফুটবলারদের সুরক্ষায় যুগান্তকারী সিদ্ধান্ত নিলো আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ফিফা। খেলোয়াড়দের সুবিধার্থে ১৪ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটির অনুমোদন দিয়েছে তারা।

শুক্রবার পরিচালনা পর্ষদ নতুন এই আইনে অনুমোদন দিয়েছে। এই ১৪ সপ্তাহের মধ্যে সন্তান জন্মদানের পর অন্তত ৮ সপ্তাহ ছুটি নেওয়া বাধ্যতামূলক। এর আগে পরে বাকি ছয় সপ্তাহ ছুটি নিতে পারবেন নারী ফুটবলাররা।

মাতৃত্বকালীন ছুটি শেষে ক্লাব তাদের খেলোয়াড়দের আবার দলে নিতে বাধ্য থাকবে এবং পর্যাপ্ত স্বাস্থ্য সেবা নিশ্চিতে সহযোগিতা করতে হবে। 

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো টুইটারে এ বিষয় নিয়ে বলেছেন, ‘ফুটবলাররা হলো ফুটবলের প্রাণশক্তি। তারা খেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এবং তাদের উজ্জ্বল ক্যারিয়ার নিশ্চিত করতে হবে আমাদের। মেয়ে ফুটবলারদের বেলায় তাদের ক্যারিয়ারের জন্য সবচেয়ে বেশি স্থিতিশীলতা আনার ব্যবস্থা করতে হবে। যদি মাতৃত্বকালীন ছুটি তাদের প্রয়োজন হয়, তারা যেন দুশ্চিন্তা না করে।’