খেলাধুলা

ম্যারাথনে আশিক, শুটিংয়ে রাশেদ নিজাম চ্যাম্পিয়ন

‘মাদককে বয়কট করুন, খেলাধুলায় সুস্থ জীবন গড়ুন’ এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) আয়োজনে ও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় চলছে ‘ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসব-২০২০’।

বৃহস্পতিবার এই ক্রীড়া উৎসবের মিনি ম্যারাথন ও শ্যুটিং ইভেন্ট বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ম্যারাথনে যুগান্তরের আহমদুল হাসান আশিক ও শ্যুটিংয়ে চ্যানেল২৪ এর রাশেদ নিজাম চ্যাম্পিয়ন হয়েছেন। 

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শীতের সকালে বেশ উৎসবমুখর পরিবেশে  ম্যারাথন দৌড়ের শুরু থেকে  আশিক সবার আগে ছিলেন। বাকীদের মধ্যে লড়াইটা ছিল রানার্স আপ ও তৃতীয় স্থানের জন্য। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দৌড়ে বিডিনিউজ২৪ এর কামাল হোসেন তালুকদার দ্বিতীয় এবং দৈনিক সংবাদের মাসুদ রানা তৃতীয় হন। 

ম্যারাথনের পর সামান্য বিরতি দিয়ে শুরু হয় শ্যুটিং প্রতিযোগিতা। শ্যুটিংয়ে চ্যানেল২৪ এর  রাশেদ নিজাম ২৩ স্কোর করে চ্যাম্পিয়ন হন। দ্বিতীয় হন একই চ্যানেলের শাহরিয়ার আরিফ। আর তৃতীয় হয়েছেন ইউএনবির জাহাঙ্গির আলম। 

স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যারাথন ও শ্যুটিং উপভোগ করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফ এম ইববাল বিন আনোয়ার (ডন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্র্যাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, ক্র্যাবের সাবেক সভাপতি খায়রুজ্জামান কামাল, ক্র্যাবের সাবেক সহ-সভাপতি মিজান মালিক, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রায়হান আল মুগনি।

প্রতিযোগিতা সার্বিকভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন ক্র্যাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফ বাবলু।

এবারের এই ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসবের ইভেন্টগুলোর মধ্যে রয়েছে- দাবা, ক্যারম, ব্রিজ, শ্যুটিং, মিনি ম্যারাথন, ব্যাডমিন্টন ও ফুটবল। ফুটবল ইভেন্টে এ বছর ৯ টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো- সোয়াট, এফবিআই, এভারগ্রীন, ফ্রন্টিয়ার ফোর্স, টুডেস ক্রাইম টপটেনস, ইন্টারপোল, ক্র্যাব ইসি একাদশ, টাইফুন এবং ফ্রন্ট লাইনার্স। 

সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি ও যথাযথ সামাজিক দূরত্ব এবারের ক্রীড়া উৎসবে সাতটি ইভেন্টে ক্র্যাবের সদস্যরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই ক্রীড়া উৎসবের মিডিয়া পার্টনার এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। রেডিও পার্টনার রেডিও টুডে। সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার রাইজিংবিডি ডটকম।