খেলাধুলা

অবশেষে অস্ট্রেলিয়া যাচ্ছেন রোহিত

রোহিত শর্মা কেনো অস্ট্রেলিয়া সফরে দলের সঙ্গে যাননি; এই নিয়ে কম আলোচনা-সমালোচনা হয়নি। খোদ বিরক্ত ছিলেন অধিনায়ক বিরাট কোহলিও। কথা বলতে হয়েছে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিকেও।

অবশেষে অস্ট্রেলিয়া যাচ্ছেন ডানহাতি ওপেনার ব্যাটসম্যান। ভারতের বেঙ্গালুরুতে জাতীয় অ্যাকাডেমিতে ফিটনেস পরীক্ষায় পাশ করেই তবে পেয়েছেন অস্ট্রেলিয়া সফরের ছাড়পত্র।

আগামী ১৪ ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিমানে ওঠার কথা রয়েছে তার। তাকে তৃতীয় টেস্ট থেকে পাওয়া যেতে পারে দলে। কারণ রোহিতকে অস্ট্রেলিয়া গিয়ে সম্পন্ন করতে হবে ১৪ দিনের কোয়ারেন্টাইন। এরপরেই তিনি খেলার জন্য অনুমতি পাবেন।

আসছে বছরের শুরুতেই বাবা হবেন কোহলি। এ জন্য পুরো সিরিজ থাকবেন না। প্রথম টেস্ট খেলেই চলে যাবেন পিতৃত্বকালীন ছুটিতে। রোহিত ফেরায় কোহলির অভাব কিছুটা হলেও কম অনুভব হবে ভারতীয় দলের কাছে।

আইপিএলের মাঝেই ইনজুরিতে পড়েন রোহিত। ইনজুরি কাটিয়ে আবার খেলেছেনও। দল মুম্বাই ইন্ডিয়ান্সকে করেছে চ্যাম্পিয়ন। তবে ফিট না হওয়াতে জায়গা হয়নি ভারতীয় দলে। এ জন্য তাকে ফিটনেস টেস্ট দিয়ে ফিরতে হয় দলে।