খেলাধুলা

স্মিথদের কাছে ধবলধোলাই হবে ভারত

অস্ট্রেলিয়ায় দীর্ঘ সফরে আছে ভারতীয় ক্রিকেট দল। ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া জিতলেও টি-টোয়েন্টিতে জিতে সমতা আনেন বিরাট কোহলিরা। এবার মর্যাদার লড়াই। দুই দল খেলতে নামবে ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্টে।

টেস্ট সিরিজ শুরু হবে বিবারাত্রির গোলাপি বলের টেস্ট দিয়ে। অ্যাডিলিডে ম্যাচটি শুরু হবে ১৭ ডিসেম্বর। এখন পর্যন্ত ভারত গোলাপি বলে টেস্ট খেলেছে মাত্র একটি। বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচে ভারত জেতে ইনিংস ও ৪৬ রানে। অন্যদিকে অস্ট্রেলিয়া ৭টি ম্যাচ খেলে হারেনি একটিতেও।

সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন মনে করেন, ভারত যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট হারে তাহলে পুরো সিরিজ হবে ৪-০। অর্থাৎ কোহলিরা হবেন ধবলধোলাই।

ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভন বলেন, ‘গোলাপি বলের টেস্ট হচ্ছে মূল। অস্ট্রেলিয়া কখনো হারেনি দিবারাত্রির টেস্টে। তারা যদি প্রথম ম্যাচ জিতে যায় আর ভারত যদি বিরাট কোহলিকে শেষ তিন ম্যাচে না পায় তাহলে সিরিজ হবে ৪-০।’

প্রথম টেস্ট খেলেই পিতৃত্বকালীন ছুটিতে যাবেন কোহলি। বাকি তিন টেস্টে তাকে পাবে না ভারত। নিঃসন্দেহে এটা ভারতকে ভোগাবে। বাকি তিন টেস্টে দেখা যেতে পারে রোহিত শর্মাকে। সবকিছু ঠিক থাকলে রোহিত অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেবেন খুব শীঘ্রই।