খেলাধুলা

বন্ধু দেখা হবে শিগগিরই

মেসি-রোনালদোর মুখোমুখি লড়াইয়ের রেশ এখনো কাটেনি। এর মধ্যেই খবর এলো মেসি-নেইমার মুখোমুখি হবেন একে অপরের। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (ইউসিএল) শেষ ষোলোতে লড়বে লিওনেল মেসির বার্সেলোনা ও নেইমার জুনিয়রের পিএসজি।

গতকাল ইউসিএলের ড্র এর পরই মেসি-নেইমারের লড়াই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলে বিস্তর মাতামাতি। কম যাননি নেইমার জুনিয়রও। হয়তোবা বন্ধুর সঙ্গে সাক্ষাতের জন্য তর সইছে না তারও। 

তাইতো মেসির সঙ্গে সাক্ষাতের একটি ছবি পোস্ট করে নেইমার টুইটারে লেখেন, ‘বন্ধু দেখা হবে শিগগিরই।‘

নেইমার সবসময় কোনো রাখঢাক না রেখেই বলতেন মেসির সঙ্গে আবার এক সঙ্গে খেলার ইচ্ছের কথা। একসঙ্গে তারা এবার খেলবেন ঠিকই তবে প্রতিপক্ষ হয়ে।  

সর্বশেষ বার্সেলোনা ও পিএসজি চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হয়েছিল ২০১৭ সালে, ওইবারও শেষ ষোলোতে। প্রথম লেগে ৪-০ গোলে বার্সেলোনা হেরে এসেছিল পার্ক দে প্রিন্সেস থেকে। ন্যু ক্যাম্পে দ্বিতীয় লেগে অবিস্মরণীয় প্রত্যাবর্তনে ৬-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বার্সা।

একই বছর নেইমার বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার হিসেবে যোগ দেন ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে। তারপর প্রথমবার ন্যু ক্যাম্পে ফিরতে যাচ্ছেন ব্রাজিলীয় এই ফরোয়ার্ড।