খেলাধুলা

শাস্তি কমলেও পরবর্তী অলিম্পিক-বিশ্বকাপে নিষিদ্ধ রাশিয়া 

ডোপিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় সব ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় চার বছর নিষিদ্ধ হয়েছিল রাশিয়া। ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা) তাদের এই শাস্তি দিয়েছিল। ক্রীড়ার সর্বোচ্চ আদালত ‘কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে (সিএএস) আপিল করে দুই বছর শাস্তি কমিয়েছে দেশটি। 

দুই বছর শাস্তি কমলেও দেশটি পরবর্তী টোকিও অলিম্পিক ও কাতার ফুটবল বিশ্বকাপে অংশ নিতে পারবে না।  বৃহস্পতিবার রাতে সিএএস আপিলের রায়ে শাস্তি চার বছর থেকে কমিয়ে দুই বছর রাখে। শাস্তির মেয়াদ ২০২২ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত। 

এ সময়ের মধ্যে রাশিয়া কোনো ধরনের আন্তর্জাতিক খেলায় অংশ নিতে পারবে না। তবে কোনো খেলোয়াড় যদি চায় ব্যক্তিগতভাবে অংশ নিতে তাহলে পারবে। এ ক্ষেত্রে  যে সব অ্যাথলেট প্রমাণ করতে পারবেন যে তারা শক্তিবর্ধক মাদক ব্যবহার কেলেঙ্কারির সঙ্গে জড়িত নন। তাদের রুশ পতাকার পরিবর্তে একটি নিরপেক্ষ পতাকা নিয়ে তাদের প্রতিযোগিতায় অংশ নিতে হবে। 

২০১৯ সালের ডিসেম্বরে সুইজারল্যান্ডে ওয়াডা নির্বাহী কমিটির এক বৈঠকে রাশিয়াকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছিল।