খেলাধুলা

থান্ডারের পর ওয়ালটন এমপিএলের ফাইনালে রাইডার্স 

ওয়ালটন ময়মনসিংহ প্রিমিয়ার লিগে (এমপিএল) নির্ধারিত হয়েছে ফাইনালের দুই দল। বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে ময়মনসিংহ থান্ডারের ফাইনাল নিশ্চিতের পর দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে ময়মনসিংহ রাইডার্স। 

দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ময়মনসিংহ রাইডার্স-ময়মনসিংহ সিক্সার্স। টস জিতে আগে ব্যাটিং করতে নেমে সানের অপরাজিত ৪৭ রানে ভর করে ১০০ বলে ১০৪ রান করে সিক্সার্স। ২১ রান আসে আজমিরের ব্যাট থেকে। এ ছাড়া মুনিম করেন ১৪ রান। রাইডার্সের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন আসিফ। 

টার্গেটে খেলতে নেমে পাঁচ উইকেট হাতে রেখে ৯৫ বলেই লক্ষ্যে পৌঁছে যায় রাইডার্স। সর্বোচ্চ ২১ রান আসে ফাহিমের ব্যাট থেকে। ১৯ রান করেন উত্তম। সিক্সার্সের হয়ে ১৯ রান দিয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন সাগর। 

ম্যান অব দ্যা ম্যাচের পুরষ্কার উঠেছে ফাহিমের হাতে। 

এর আগে দিনের প্রথম ম্যাচে য়মনসিংহ ঈগলসকে ৭ উইকেটে হারিয়েছে ময়মনসিংহ থান্ডার ফাইনাল নিশ্চিত করে। শুক্রবার ময়মনসিংহ রাইডার্স ও ময়মনসিংহ থান্ডার মুখোমুখি হবে ফাইনালে।  সেমি ফাইনাল দুটো সরাসরি দেখানো হয়েছে টি-স্পোর্টসে। দেখানো হবে ফাইনাল ম্যাচও।