খেলাধুলা

লিভারপুলে সালাহর ভবিষ্যৎ নিয়ে যা বললেন ক্লপ

চ্যাম্পিয়নস লিগে মিডজিল্যান্ডের বিপক্ষে অধিনায়কত্ব না পেয়ে হতাশা প্রকাশ করেছিলেন মোহাম্মদ সালাহ। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে প্রিমিয়ার লিগেও মিশরীয় ফরোয়ার্ডকে নামানো হলো দ্বিতীয়ার্ধে। দুইয়ে দুই চার মিলিয়ে তার জাতীয় দলের সাবেক সতীর্থ মোহামেদ আবোত্রিকা বলেছিলেন, অসুখী সালাহকে বিক্রি করে দেওয়ার কথা ভাবছে লিভারপুল। তাতে যে গুঞ্জনের ডালপালা মেলেছিল, তা কেটে দিলেন কোচ ইয়ুর্গেন ক্লপ।

কিছু সংবাদমাধ্যম বলছে, দলের গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়ের সঙ্গে ২০২৩ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করতে চায় অলরেডরা। একই সঙ্গে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস‘কে দেওয়া তার সাবেক সতীর্থের সাক্ষাৎকার দ্বিধান্বিত করেছে লিভারপুল ভক্তদের। এসব কারণে লিভারপুলে সালাহর ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট বার্তা দিলেন জার্মান কোচ। ওয়েস্ট ব্রুমের বিপক্ষে রোববারের লিগের ম্যাচ সামনে রেখে ক্লপ বললেন, ‘আমরা চুক্তির ব্যাপারে কখনও কথা বলিনি, এখনই কেন শুরু করতে হবে? মো ভালো আছে, তার দারুণ মুহূর্ত কাটছে। সে সত্যিই ভালো আছে। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

সংবাদমাধ্যমে যা লেখালেখি হচ্ছে তা গুরুত্ব দিতে চান না লিভারপুল কোচ, ‘ট্রেনিংয়ে তাকে অনেক হাসিখুশি দেখা যায়, সেশনটা উপভোগ করে সে।’ ক্রিস্টালের বিপক্ষে ৭-০ গোলের জয়ের ম্যাচে সালাহকে দ্বিতীয়ার্ধে নামানো নিয়ে ক্লপ বললেন, ‘আমি মনে করি এসব গুঞ্জন শুরু হয়েছে গত ম্যাচে তাকে একাদশে না রাখার পর থেকে। তারপর থেকে এসব শুনছি। কিন্তু সে মাঠে নেমে দুটি গোল করেছিল। ছেলেদের সবাই দারুণ অবস্থায় আছে। এ কারণে আমরা পয়েন্ট পেয়ে এতদূর এসেছি।’

২০১৭ সালে রোমা থেকে অ্যানফিল্ডে আসার পর লিভারপুলে ১৭৩ ম্যাচ খেলে সালাহ করেছেন ১১০ গোল। জিতেছেন চ্যাম্পিয়নস লিগ ও প্রিমিয়ার লিগ। ২৮ বছর বয়সী ফরোয়ার্ড এই লিগ মৌসুমে প্রথম ১৩ ম্যাচে করেছেন ১৩ গোল। দল এখন শীর্ষস্থানে।