খেলাধুলা

সৈয়দ মুশতাক আলী টুর্নামেন্টে শচীন পুত্র অর্জুন

স্বপ্ন পূরণের পথে আরও একধাপ এগিয়ে গেলেন ভারতের সাবেক অধিনায়ক শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকার। 

প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী টি-টোয়েন্টি কাপে খেলার জন্য মুম্বাই দলে ডাক পেয়েছেন অর্জুন। বাবা শচীন নির্ভরযোগ্য ব্যাটসম্যান ছিলেন। সঙ্গে টুকটাক স্পিন করতেন। অর্জুন পেস বোলিং অলরাউন্ডার হিসেবে নিজেকে তৈরি করেছেন। ব্যাটিং, বোলিং দুটোই করেন বাঁহাতে। 

মুম্বাই দলকে প্রতিযোগিতায় নেতৃত্বে দেবেন সূর্যকুমার যাদব। বিসিসিআই এরই মধ্যে মুম্বাইয়ের ২২ জনের স্কোয়াড অনুমোদন করেছে। অর্জুন টেন্ডুলকার গত বছর সিকে নাইডু ট্রফিতে মুম্বাইয়ের অনূর্ধ্ব-২৩ দলকে প্রতিনিধিত্ব করেছিলেন। তার সঙ্গে ছিলেন কুর্তিক হানাভাগাদি। দুইজনই এবার মুম্বাই স্কোয়াডে সুযোগ পেয়েছেন। 

দুই নতুন পেসারকে নিয়ে মুম্বাইয়ের নির্বাচক সলিল আনোলকা বলেন, ‘আমাদের বেশ কয়েকজন খেলোয়াড় দরকার ছিল। বিশেষ করে দ্রুতগতির বোলার। অর্জুন প্রতিশ্রুতিশীল পেসার। তার সঙ্গে হানাভাগাদিও আছে। দুইজনকেই আমরা দলে ভিড়িয়েছি।’ 

মুম্বাই স্কোয়াডে আগে থেকেই পেস বোলিং ইউনিট সামলাচ্ছেন তুষার দেশপান্ডে, ধাওয়াল কুলকারনি, মিনাদ মানজেরেকার ও প্রতিমেশ ডাকে। সব মিলিয়ে স্কোয়াডে আছে ছয় পেসার। একাদশে জায়গা পেতে নিশ্চিতভাবে শচীন পুত্রকে কঠিন পরীক্ষা দিতে হবে।