খেলাধুলা

নিউ জিল্যান্ডের বিশেষ অর্জনে গর্বিত স্টিড

পাকিস্তানকে দুই ম্যাচের সিরিজের হোয়াইটওয়াশ করে প্রথমবার আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের চূড়ায় নিউ জিল্যান্ড। সেখানে তাদের অবস্থান খুব একটা শক্ত নয়। বোর্ডার-গাভাস্কার ট্রফি শেষে তাদের হটিয়ে দিতে পারে অস্ট্রেলিয়া কিংবা ভারত। শীর্ষে নিউ জিল্যান্ডের নড়বড়ে অবস্থার কথা জানা কোচ গ্যারি স্টিডের। তারপরও এই বিশেষ অর্জন উদযাপনের যথেষ্ট কারণ দেখছেন তিনি।

পাকিস্তানকে সর্বশেষ টেস্টে ইনিংস ব্যবধানে হারিয়েছে নিউ জিল্যান্ডে। যা ছিল এই গ্রীষ্মে ঘরের মাঠের টানা চতুর্থ টেস্ট জয়। আর স্টিডের অধীনে টানা ষষ্ঠ হোম সিরিজ জিতলো অপ্রতিরোধ্য কিউইরা। শীর্ষে ওঠাকে বিশেষ চোখে দেখছেন নিউ জিল্যান্ড কোচ। শুক্রবার সংবাদমাধ্যমকে স্টিড বললেন, ‘আমি মনে করি যা হয়েছে, বিশ্ব র‌্যাংকিংয়ে এক নম্বর হওয়া, এটা খুবই বিশেষ কিছু। অনেক লোক আর অনেক বিশেষজ্ঞ আছে। দলকে এই পর্যায়ে আনতে যারা অতীতে অবদান রেখেছিল তাদের গতকাল শ্রদ্ধা জানিয়েছে ছেলেরা।’

দলের ধারাবাহিকতায় মুগ্ধ নিউ জিল্যান্ডের কোচ, একই সঙ্গে গর্বিত, ‘তারা যেভাবে উন্নতির ধারা অব্যাহত রেখেছে তাতে আমি সত্যিই অনেক গর্বিত। আমরা সবসময় এক নম্বর থাকতে পারবো না। কারণ র‌্যাংকিং পরিবর্তনশীল। আর যখন খেলা শুরু হয়, তখন র‌্যাংকিং অর্থহীন। তাই ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলা আসল। এটাই হচ্ছে সবচেয়ে উৎসাহজনক ও আনন্দের ব্যাপার যে আমরা দৈনিক ভিত্তিতে তা করে যেতে পারছি।’