খেলাধুলা

বার্সা প্রেসিডেন্টের লড়াই এখন ৩ জনের

গত অক্টোবরের শেষ দিকে হোসেপ মারিয়া বার্তোমেউ পদত্যাগ করার পর বার্সেলোনা প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে নেমেছিলেন ৮ প্রার্থী। নির্বাচনের সপ্তাহখানেক আগে এই প্রতিদ্বন্দ্বিতা নেমে এলো তিন জনে।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ফেভারিট হোয়ান লাপোর্তা। তার সঙ্গে প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রার্থিতায় টিকে থাকলেন ভিক্তর ফন্ত ও টনি ফ্রেইক্সা। লাপোর্তার পক্ষে বৈধ স্বাক্ষর ৯৬২৫টি। ফন্ত আর ফ্রেইক্সা পেয়েছেন যথাক্রমে ৪৪৩১টি ও ২৬৩৪টি স্বাক্ষর।

নির্বাচনী প্রক্রিয়া থেকে সর্বশেষ সরে দাঁড়ালেন এমিলি রুশদ। বৃহস্পতিবার তিনি জানিয়ে দেন, বার্তোমেউর উত্তরসূরি হওয়ার প্রতিদ্বন্দ্বিতায় আর থাকছেন না তিনি।

নিজেদের খেলাধুলা ও অর্থনৈতিক প্রস্তাবকে সেরা আখ্যা দিয়ে রুশদ বলেছেন, এই নোংরা লড়াইয়ে না থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত শ্রেয় মনে করছেন তারা।

প্রয়োজনীয় ২২৫৭টি স্বাক্ষর না পাওয়ায় এর আগে ছিটকে যান জোর্দি ফারে, জাভিয়ের ভিলাজোয়ানা, আগুস্তি বেনেদিতো, লুইস ফের্নান্দেজ আলা ও পেরে রিয়েরা।

আগামী ২৪ জানুয়ারি হবে কাতালান জায়ান্টদের প্রেসিডেন্ট নির্বাচন।