খেলাধুলা

ভারতীয় দলকে ৫ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই

৩২ বছরে প্রথমবার ‘গ্যাবা দুর্গ’ ভাঙলো, ভারত জয় করলো ব্রিসবেন। এই মাঠে হারের স্বাদ কেমন, তা অস্ট্রেলিয়া এই প্রথম টের পেলো ১৯৮৮ সালের পর। ঋষভ পান্তের ব্যাটে চতুর্থ টেস্ট জয়ী রানের পর পর পুরো ভারত বিজয় উল্লাসে মেতে ওঠে। তাদের আনন্দের আমেজ থাকতে থাকতেই ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) দলের জন্য পাঁচ কোটি রুপি বোনাস ঘোষণা করেছে।

অস্ট্রেলিয়ান মাটিতে এটি ভারতের টানা দ্বিতীয় টেস্ট সিরিজ জয়। ঐতিহাসিক এই সাফল্যের পর বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ও সেক্রেটারি জয় শাহ টুইটারে বোনাসের ঘোষণা দেন। গাঙ্গুলি টুইট করেন, ‘এক কথায় অবিশ্বাস্য জয়। অস্ট্রেলিয়ায় গিয়ে এভাবে একটা টেস্ট সিরিজ জয় ভারতীয় ক্রিকেট ইতিহাসে সারাজীবন স্মরণীয় হয়ে থাকবে। দলের জন্য বিসিসিআই পাঁচ কোটি বোনাস ঘোষণা করছে। এই জয়ের মূল্য যে কোনও সংখ্যাকে ছাড়িয়ে যায়। সফরকারী দলের প্রত্যেক সদস্যকে জানাই অভিনন্দন।’

কিছুক্ষণ পর জয় শাহর টুইট, ‘বিসিসিআই দলের জন্য ৫ কোটি ভারতীয় রুপি ঘোষণা করেছে। ভারতের ক্রিকেটের জন্য এগুলো বিশেষ মুহূর্ত। দারুণ মানসিকতা ও দক্ষতার প্রদর্শন হয়েছে।’

সিরিজ চলাকালে প্রথম দলের ছয়জন ক্রিকেটার ইনজুরিতে পড়েছিল। তাতে করে সবচেয়ে তরুণ ও অনভিজ্ঞ বোলিং আক্রমণ নিয়ে মাঠে নামে ভারতীয় দল। তবে চমৎকার পারফরম্যান্স করে আস্থার প্রতিদান দিয়েছেন তরুণরা।