খেলাধুলা

আকিলের পারফরম্যান্সে মুগ্ধ উইন্ডিজ অধিনায়ক

ওয়েস্ট ইন্ডিজের ছয়জনের ওয়ানডে অভিষেক হলো বুধবার, তাদের মধ্যে কেবল আকিল হোসেনের এটি ছিল ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের স্পিনের পাল্টা জবাব তিনি দিয়েছেন বেশ ভালোভাবে। দল হেরে গেলেও নতুন অফস্পিনারের পারফরম্যান্স মুগ্ধ করেছে অধিনায়ক জেসন মোহাম্মদকে।

লিটন দাস (১৪), নাজমুল হোসেন শান্ত (১) ও সাকিবকে (১৯) লম্বা ইনিংস খেলতে দেননি আকিল। এই তিন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানের উইকেট নেওয়ার পাশাপাশি রান দেওয়াতেও ছিলেন বেশ কিপ্টে। ১০ ওভারে এক মেডেনসহ দেন ২৬ রান। আকিলের এমন অভিষেকে উচ্ছ্বসিত জেসন বলেছেন, ‘আমি মনে করি বোলাররা ভালো পারফরম্যান্স করেছে। আকিল তার অভিষেকে ছিল অসাধারণ। আমাদের জন্য গুরুত্বপূর্ণ তিনটি উইকেট নিয়েছে সে। রান খরচাও কম করেছে। বোলারদের পারফরম্যান্সে খুশি আমি।’

অভিজ্ঞতা ভালো হলেও ফল নিজেদের পক্ষে না আসায় হতাশ আকিল, ‘ভালো অভিজ্ঞতা ছিল এটা। আমার পারফরম্যান্সে আমি খুশি। কিন্তু তা আমার দলকে জেতাতে পারেনি। আমরা আমাদের সবটুকু দিয়েছি। দুর্ভাগ্যবশত ফল আমাদের পক্ষে আসেনি। সুতরাং পরের ম্যাচে আমরা শক্তিশালী হয়ে ফিরবো বলে আশাবাদী। আমরা ভালো বল করেছি। বড় স্কোর করতে পারলে বোলাররা আরও কাজ করার সুযোগ পেতো। আশা করি পরের ম্যাচে তেমন কিছু হবে।’

জেসনও আশাবাদী তার ব্যাটসম্যানরা ভালো কিছু করতে পারবে। উইন্ডিজ অধিনায়ক বললেন, ‘ব্যাটিংয়ের ক্ষেত্রে আমরা অনভিজ্ঞ। কিন্তু আমি মনে করি তারা তাদের কাজটা করতে সমর্থ। আমাদের প্রথম ম্যাচ ছিল এটা। উইকেট একটু ভিন্ন রকম ছিল। আশা করি পরের ম্যাচে আমরা আরও ভালো ব্যাটিং পারফরম্যান্স করতে পারবো।’