খেলাধুলা

অ্যানফিল্ড দুর্গের পতনে নিজেকে দুষছেন ক্লপ

প্রায় চার বছর ধরে ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যানফিল্ড স্টেডিয়াম দুর্গ হয়ে ছিল লিভারপুলের কাছে, যার পতন ঘটলো পয়েন্ট টেবিলের তলানির দল বার্নলির কাছে। ৬৮ ম্যাচ আর ১৩৬৯ দিন ধরে ঘরের মাঠে লিগ ম্যাচে অজেয় থাকার পর হেরে গেলো চ্যাম্পিয়নরা। শুধু তাই নয়, লিগের পাঁচটি ম্যাচ তারা জিততেই পারেনি এবং এই বছর গোলের দেখা পায়নি একটিও। এমন পরিস্থিতিতে সর্বশেষ পরাজয়ে নিজেকে দুষছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।

লিভারপুল গোলকিপার আলিসনের ফাউলে পাওয়া পেনাল্টি থেকে ৮৩ মিনিটে গোল করেন অ্যাশলে বার্নস। অথচ এই মৌসুমে লিগে নিজেদের সর্বাধিক ২৭টি শট নিয়েও গোলের দেখা পায়নি অল রেডরা। ক্লপের একবাক্যের প্রতিক্রিয়া, ‘সব দোষ আমার।’

এত বেশি শট নিয়ে গোলের দেখা নেই কেন, ‍বুঝে উঠতে পারছেন না লিভারপুল কোচ। ২১ বছরে প্রথমবার লিগে টানা চার ম্যাচ ধরে গোলের দেখা পায়নি তারা। ক্লপ বললেন, ‘আমরা ম্যাচ হেরে গেলাম, যা ছিল একেবারে অসম্ভব। কিন্তু সেটাই হলো। এটা আমার দোষ। খেলোয়াড়দের মনোবল ও আত্মবিশ্বাস ঠিক আছে কি না সেটা নিশ্চিত করা আমার কাজ।’

এই হারে লিভারপুল পয়েন্ট টেবিলের চারে নেমে গেছে। ১৯ ম্যাচ শেষে শীর্ষে থাকা ম্যানইউর (৪০) চেয়ে ছয় পয়েন্ট পেছনে গতবারের চ্যাম্পিয়নরা। এই মুহূর্তে শিরোপার লড়াই চিন্তা করছেন না ক্লপ। আপাতত সমস্যা খুঁজে বের করতে চান তিনি, ‘দোষারোপের বিষয় নয় এটা। আমাদের সবাইকে একসঙ্গে সমস্যার সমাধান করতে হবে এবং আমরা করবো। ফুটবলে খুব বেশি সময় নেই। এই মুহূর্তে আমরা শিরোপার লড়াই কল্পনা করতে পারি না।’