খেলাধুলা

করোনাভাইরাসে আক্রান্ত রিয়ালের নাচো

রিয়াল মাদ্রিদ তাদের ডিফেন্ডার নাচো ফের্নান্দেজের করোনাভাইরাস পজিটিভের খবর নিশ্চিত করেছে। গত পাঁচ দিন ধরে দল থেকে বিচ্ছিন্ন থাকা এই ফুটবলার আইসোলেশনে থাকবেন।

কোভিডে আক্রান্ত এক ব্যক্তির খুব কাছাকাছি থাকায় কোপা দেল রেতে আলকয়ানোর বিপক্ষে রিয়ালের সফরকারী দলে ছিলেন না নাচো। যদিও ম্যাচের আগের দিন তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল।

দ্বিতীয় পরীক্ষার ফলের অপেক্ষায় থাকায় নাচো আলাভেসের বিপক্ষেও দলে ছিলেন না। কোচ জিনেদিন জিদানের আক্রান্তের তিন দিন পর তার দেহেও করোনাভাইরাস শনাক্ত হলো।

এই মৌসুমের রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলে ১০ ম্যাচ খেলেছেন নাচো। এডার মিলিতাও, এডেন হ্যাজার্ড, কাসেমিরো ও লুকা ইয়োভিচের পর রিয়ালের পঞ্চম খেলোয়াড় হিসেবে করোনায় আক্রান্ত হলেন ৩১ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার।