খেলাধুলা

স্পিন সামলাতে বাড়তি কাজ করছে উইন্ডিজ

ওয়ানডে সিরিজে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের স্পিন সামলাতে হিমশিম খেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। হোয়াইটওয়াশ হওয়ার পর সফরকারী কোচ ফিল সিমন্সও বাংলাদেশের স্পিন মোকাবিলায় আরও কাজ করার তাগিদ অনুভব করেন। দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিক স্পিনারদের সামলাতে নেটে বাড়তি কাজ করছেন ব্যাটসম্যানরা, এমনটা জানালেন উইন্ডিজ পেসার কেমার রোচ।

গত বছরের ডিসেম্বরে নিউ জিল্যান্ডে সবশেষ টেস্ট খেলা রোচ স্পিন বোলিংয়ের বিরুদ্ধে নেটে টেস্ট ব্যাটসম্যানদের প্রস্তুতি দেখে সন্তুষ্ট, ‘স্পিন নিয়ে অনেক কাজ করছে ব্যাটসম্যানরা। তারা শুনছে এবং কীভাবে উন্নতি করা যায় জানতে চাচ্ছে। যা দেখতে পাচ্ছি তাতে আমি খুব খুশি। আমি নিশ্চিত তারা ভালো করবে।’ ডানহাতি এই পেসার আরও যোগ করেছেন, ‘স্পিন ভালো খেলার বিষয়টি মাথায় রেখে ছেলেরা বাড়তি কাজ করে যাচ্ছে। তারা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, তাদের পা ব্যবহার করছে, সুইপ করছে। এখানে আসার পর থেকে ছেলেদের কাজের ধরনে উন্নতি দেখতে পাচ্ছি। আমি আশা করি তারা টেস্ট সিরিজে ভালো ফল দেখবে এবং ওয়েস্ট ইন্ডিজের জন্য একটি ম্যাচ জিতবে।’

অনভিজ্ঞ এই ওয়েস্ট ইন্ডিজের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় রোচ। চট্টগ্রাম ও ঢাকার পিচ যে ফাস্ট বোলারদের জন্য খুব একটা সুবিধার না, তা জানেন তিনি। তবে সামঞ্জস্যতা ধরে রেখে বল রিভার্স করতে পারলে বাংলাদেশি ব্যাটসম্যানদের পরীক্ষায় ফেলতে পারবেন পেসাররা। রোচ বলেছেন, ‘এখানে ফাস্ট বোলারদের অনেক খাটতে হয়। পিচে খুব একটা গতি কিংবা সিম মুভমেন্ট থাকে না। সামঞ্জস্যতা ধরে রেখে ঠিক জায়গাগুলোতে বল ফেলতে হবে। ব্যাটসম্যানকে ফ্রন্ট ফুটে চ্যালেঞ্জ করতে হলে সরাসরি লেন্থে বল করতে হবে। আর তাদের মিডল অর্ডারকে বিপদে ফেলতে যতখানি সম্ভব বল রিভার্স করতে হবে।’

তিন ওয়ানডের সিরিজে হোয়াইটওয়াশ হওয়া ওয়েস্ট ইন্ডিজ চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ৩ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে টেস্ট সিরিজ। ম্যাচ শুরু হতেই বাংলাদেশি ব্যাটসম্যানদের সম্পর্কে ভালো জানা হয়ে যাবে, যা পরে কাজে লাগাতে পারবে। আপাতত কোনও পরিকল্পনার কথা জানালেন না রোচ, ‘অনেক পরিকল্পনা আছে এবং তা বাস্তবায়ন করতে হবে। ভালো একটা লড়াই করতে চাই। আমরা বাংলাদেশি ব্যাটসম্যানদের জানি, কয়েক বছর ধরে একই দল তারা। তাদের মূল ব্যাটসম্যান, যাদের ওপর নির্ভরশীল দল, আমরা এখন তাদের সম্পর্কে খুব ভালো করে জানি।’