খেলাধুলা

স্পিন দিয়েই ঘায়েলের পরিকল্পনা

সাদা পোশাকের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। অবধারতিভাবে সেখানে থাকবেন তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনার শেষ কয়েক টেস্টেই স্পিন আক্রমণের নেতৃত্বে ছিলেন। এবার সেখান থেকে খানিকটা ফুরসত পাচ্ছেন।

সঙ্গী হিসেবে তাইজুল পাচ্ছেন সাকিব আল হাসানকে। নির্বাসন কাটিয়ে ক্রিকেটে ফেরা সাকিব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে লাল বলের ক্রিকেটে ফিরছেন। দুই বাঁহাতি স্পিনারের সঙ্গে রয়েছেন নাঈম হাসান ও মেহেদী হাসান মিরাজ। স্পিন জুটি বেঁধে প্রতিপক্ষকে নাকানিচুবানি খাওয়ানোর পরিকল্পনা স্পিন চতুষ্টয়ের।

বৃহস্পতিবার অনুশীলন শেষে তাইজুল বলেন, ‘আমি, মিরাজ, নাঈম ও সাকিব ভাইয়ের একটা ভালো জুটি হবে। আমরা ভালো করার চেষ্টা করবো।’ ওয়েস্ট ইন্ডজের বিপক্ষে চট্টগ্রাম ও ঢাকায় শেষ দুই টেস্টে ৪০ উইকেটের প্রত্যেকটি নিয়েছেন বাংলাদেশের চার স্পিনার। মিরাজ সর্বোচ্চ ১৫, তাইজুল ১০, সাকিব ৯ ও নাঈম ৬ উইকেট নেন। 

এবারও চট্টগ্রাম ও ঢাকায় নিশ্চিতভাবে একই রণকৌশলে প্রতিপক্ষকে ঘায়েল করবে বাংলাদেশ। সাকিব ফিরে আসায় আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেছেন তাইজুল, ‘সাকিব ভাই যখন আমাদের সঙ্গে থাকেন, তখন বিশেষ করে স্পিনারদের অনেক সাহায্য করেন। ব্যাটসম্যান কোন অবস্থানে থাকে, সাকিব ভাই আগে থেকে বোঝে। সেটা আমাদের সঙ্গে শেয়ার করে।’

দীর্ঘদিন পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। সবশেষ জিম্বাবুয়েকে উড়িয়ে দিলেও ভারত ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ তিনটি টেস্টই হেরেছে ইনিংস ব্যবধানে। দীর্ঘসময় পর খেলতে নামায় কিছুটা অনভ্যস্ততা থাকতে পারে বলে ধারণা তাইজুলের। তবে মানসম্মত অনুশীলন চালিয়ে যাওয়ায় তিনি আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। 

তাইজুল বললেন, ‘অনেকদিন পর আমাদের দেশের মাটিতে খেলা। সবকিছু হয়তো এতটা সহজ হবে না। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি বেশ কিছুদিন ধরে অনুশীলনের মধ্যে আছি এবং ওয়ানডে দলের সঙ্গেও ছিলাম। ওখানে থাকার কারণে আমার অনুশীলন বেশি হয়েছে। আমাদের মানসম্মত অনুশীলন হচ্ছে। আশা করছি ফিরে আসতে বড় ধরনের কোনও অসুবিধা হবে না।’

মাঠে নেমে এক জায়গায় বোলিং করে যাওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন তাইজুল, ‘অনেকেই অনেক কিছু নিয়ে কাজ করেছে, আমিও অনেক কিছু নিয়ে কাজ করেছি- কীভাবে উন্নতি করা যায়। তারপরও টেস্ট ক্রিকেটে জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ, তো আমি জায়গাটা ধরে রাখার চেষ্টা করবো। জায়গা ধরে রেখে ওখান থেকে বৈচিত্র্য ধরে ভালো করার চেষ্টা করবো।’ 

আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত সাদা জার্সিতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন তাইজুল। সাম্প্রতিক সময়ে যে সাফল্য পেয়েছে সেসবে বড় ভূমিকা রেখেছেন বাঁহাতি স্পিনার। নিজের অভিজ্ঞতা মিরাজ, নাঈমদের মতো তরুণদের সঙ্গে ভাগাভাগি করে তাদের মনোবল শক্ত করছেন তাইজুল, ‘আমি ৬-৭ বছর খেলে ফেলেছি। আমার যে অভিজ্ঞতাটা হয়েছে, আমি যেটা অনুভব করি মাঠে বা মাঠের বাইরে টেস্ট চলাকালে, আমি মনে করি যারা জুনিয়র আছে তাদেরকে যেন সাহায্য করতে পারি বা অভিজ্ঞতা যতটুকুই আছে তা যেন ভাগাভাগি করতে পারি। আমার মনে হয় আমি যদি সেটা করি, তাদের উন্নতি আরও তরান্বিত হবে।’