খেলাধুলা

‘লিজেন্ড’ মেসির জাদু আরও দেখার আশা গ্রিয়েজমানের

বার্সেলোনায় লিওনেল মেসির ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে থাকলেও তা নিয়ে ভাবছেন না আতোঁয়ান গ্রিয়েজমান। আর্জেন্টাইন ফরোয়ার্ডের পাশে খেলা বেশ উপভোগ করছেন বিশ্বকাপ জয়ী তারকা। ‘লিজেন্ড’ মেসির জাদু আরও দেখার আশা সাবেক আতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ডের।

ন্যু ক্যাম্পে মেসি আর কতদিন থাকছেন, সেই প্রশ্ন দিনকে দিন গুরুতর হয়ে উঠছে। ৩৩ বছর বয়সী ফরোয়ার্ডের সঙ্গে বার্সার চুক্তি নবায়নের ব্যাপারে কোনও খবর নেই। এসব অনিশ্চয়তা অবশ্য ছয়বারের ব্যালন ডি’অর জয়ীর পারফরম্যান্সে বাধা হয়ে দাঁড়াচ্ছে না। নিজের ফর্ম ফিরে পেয়েছেন ঠিকই। শেষ পাঁচ ম্যাচে করেছেন ৬ গোল। নানা গুঞ্জনের মধ্যেও এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ২৪ ম্যাচে ১৬ গোল করেছেন।

রোববার অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে ২-১ গোলের জয়ে চমৎকার ফ্রি কিকে বার্সার জার্সিতে ৬৫০তম গোলের মাইলফলক স্পর্শ করেন মেসি। তার সঙ্গে গোলদাতার খাতায় নাম লিখেছেন গ্রিয়েজমান। লিজেন্ড মেসিকে নিয়ে ম্যাচ শেষে ফরাসি ফরোয়ার্ড বলেছেন, ‘আমরা মেসির খেলা উপভোগ করছি, তিনি একজন লিজেন্ড। আশা করি আমরা তার খেলা আরও উপভোগ করবো এবং আমাদের জেতাতে তিনি সহায়তা করে যাবেন।’

এই জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে গেছে বার্সেলোনা। শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে তারা ১০ পয়েন্ট পেছনে। শিরোপার দৌড়ে দল ফেরায় গ্রিয়েজমান বললেন, ‘এখনও অনেক খেলা বাকি, আমাদের নিজেদের দিকে মনোযোগ ধরে রাখতে হবে। বাকি থাকা প্রত্যেকটা ম্যাচ জিততে হবে, তারপর দেখা যাবে কী হয়।’

বার্সা আবার মাঠে ফিরবে বুধবার, কোপা দেল রে কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ গ্রানাডা।