খেলাধুলা

ইংল্যান্ড সিরিজেও ভারতে চোটের হানা

অস্ট্রেলিয়া সফরে অবিস্মরণীয় সাফল্য পেলেও সিরিজ চলাকালে একের পর এক চোটের হানায় বিপর্যস্ত ছিল ভারত। ইংল্যান্ড সিরিজেও তা পিছু ছাড়লো না। বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল হাঁটুর চোট নিয়ে ছিটকে গেছেন প্রথম টেস্ট থেকে।

আজ শুক্রবার চেন্নাইয়ে প্রথম ম্যাচ শুরুর দিনে বিসিসিআই বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার দলের ঐচ্ছিক অনুশীলন সেশনের সময় বাঁ হাঁটুতে অস্বস্তির কথা জানান অক্ষর। স্ট্যান্ডবাই খেলোয়াড় হয়ে দলের সঙ্গে অনুশীলন করা শাহবাজ নাদিম ও রাহুল চাহারকে যুক্ত করা হয়েছে দলে।

অস্ট্রেলিয়ায় বুড়ো আঙুলে চোটের কারণে রবীন্দ্র জাজেদা ইংল্যান্ড টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন। তার জায়গা পূরণে দলে নেওয়া হয় ২০১৮ সালের ফেব্রুয়ারিতে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা অক্ষরকে। ৩৮টি ওয়ানডে ও ১১টি টি-টোয়েন্টি খেললেও এখন পর্যন্ত টেস্টে নামা হয়নি ২৭ বছর বয়সী স্পিনারের।

বিসিসিআইর চিকিৎসক দল অক্ষরকে পর্যবেক্ষণে রাখবে। ইনজুরির বিস্তারিত রিপোর্ট এখনও তাদের হাতে পৌঁছায়নি।  

এর আগে ইংল্যান্ড চোটের কারণে তাদের ওপেনার জ্যাক ক্রলিকে হারানোর খবর দিয়েছে। অন্তত প্রথম দুটি টেস্ট তার খেলা হবে না।