খেলাধুলা

মায়ার্স মহাকাব্যে চুরমার যেসব রেকর্ড

অবিস্মরণীয়, অকল্পনীয়, অনবদ্য এক ডাবল সেঞ্চুরিতে নিজের টেস্ট অভিষেক রাঙিয়েছেন কাইল মায়ার্স। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে হারাতে ওয়েস্ট ইন্ডিজের এই বাঁহাতি ব্যাটসম্যানের ২১০ রানের ইনিংসে চুরমার রেকর্ড বই।

২২ গজে নামলেন, খেললেন, জয় করলেন। মিশন শেষ। চট্টগ্রামের জহুর আহমেদে মায়ার্সের ইনিংসে যেসব রেকর্ড ভাঙলো, সেসবে চোখ বুলিয়ে নেওয়া যাক-

 ৩৯৫ রান তাড়া করে ৩ উইকেটে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রান তুলে জয়ের রেকর্ডের তালিকায় এটি রয়েছে পঞ্চম স্থানে। ওয়েস্ট ইন্ডিজই ২০০৩ সালে অ্যান্টিগার সেন্ট জন’সে সর্বোচ্চ ৪১৮ রান করে জিতেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। দক্ষিণ আফ্রিকা একই প্রতিপক্ষের বিপক্ষে জিতেছিল ৪১৪ রান করে। এরপর অস্ট্রেলিয়া ৪০৪, ভারত ৪০৩ রান তুলে জিতেছিল।

 এশিয়ার মাটিতে চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রান তুলে জয়ের রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের ৩৯৫’র পর রয়েছে শ্রীলঙ্কার ৩৮৮ রান। এরপর আছে ভারতের ৩৮৭ ও পাকিস্তানের ৩৭৭ রান। 

 উপমহাদেশে অভিষেক রাঙানো বরাবরই কঠিন। তাই তো রেকর্ডের পাতাটাও সীমাবদ্ধ। কিংবদন্তি গর্ডন গ্রিনিজ ১৯৭৪ সালে বেঙ্গালুরুতে অভিষেকে ভারতের বিপক্ষে ১০৭ রান করেন। পরের বছর লেন বাইচান লাহোরে ক্যারিয়ারের প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে করেছিলেন ১০৫ রান। মায়ার্স বাংলাদেশের বিপক্ষে করলেন ২১০ রান।

 ষষ্ঠ অভিষিক্ত ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন মায়ার্স। তার আগে শেষবার বাংলাদেশের বিপক্ষে অভিষেকে ডাবল সেঞ্চুরি হাঁকান জ্যাক রুডলফ। ২০০৩ সালে চট্টগ্রামেই ২২২ রান করেছিলেন সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। এর আগে অভিষেকে ডাবলের স্বাদ পেয়েছেন টিপ ফস্টার (২৮৭), লরেন্স রোয়ে (২১৪), ম্যাথু সিনক্লেয়ার (২১৪) ও ব্রেন্ডন কুরুপ্পু (২০১)।

 অভিষেক চতুর্থ ইনিংসে একমাত্র ডাবল সেঞ্চুরিয়ান মায়ার্স। এর আগে চতুর্থ ইনিংসে অভিষেকে সবচেয়ে বেশি রান করেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার আব্বাস আলী বাইগ (১১২)।

 অভিষেক বাদে চতুর্থ ইনিংসে রান তোলার তালিকায় মায়ার্স রয়েছেন ষষ্ঠ স্থানে। সর্বোচ্চ ২২৩ রান করেছেন জর্জ হ্যাডলি। এছাড়া নাথান অ্যাস্টেল ২২২, সুনীল গাভাস্কার ২২১, বিল এডরিচ ২১৯, গর্ডন গ্রিনিজ ২১৪ রান করেছেন। 

 অভিষেকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন মায়ার্স। ভারতের বিপক্ষে বেঙ্গালুরুতে অভিষেকে ২১৪ রান করেছিলেন লরেন্স রোয়ে।

 অভিষেক ম্যাচে সবচেয়ে বেশি রান তোলার তালিকায় মায়ার্সের অবস্থান চতুর্থ স্থানে। দুই ইনিংস মিলিয়ে তার রান ২৫০। সবচেয় বেশি রান লরেন্স রোয়ের- ৩১৪। এরপর আছেন টিপ ফস্টার (৩০৬) ও ইয়াসির হামিদ (২৭৫)।   

 অভিষেকে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডে দ্বিতীয় স্থানে মায়ার্স। বাঁহাতি ব্যাটসম্যান ৭টি ছক্কা হাঁকিয়েছেন। টিম সাউদি নিজের অভিষেকে ৭৭ রানের ইনিংস খেলার পথে সর্বোচ্চ ৯টি ছক্কা হাঁকিয়েছিলেন।

 জুটির রেকর্ডে ভাস্বর মায়ার্স ও এনক্রমাহ বোনার। চতুর্থ ইনিংসে চতুর্থ উইকেটে ২১৬ রানের জুটি গড়েছেন তারা। জয় পাওয়া ম্যাচে এই রেকর্ড রয়েছে ষষ্ঠ স্থানে এবং ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্বিতীয়।