খেলাধুলা

লাইপজিগ-লিভারপুলের চ্যাম্পিয়নস লিগ ম্যাচ বুদাপেস্টে

করোনাভাইরাসের নতুন বিধিনিষেধের কারণে জার্মানি প্রবেশে লিভারপুলকে নিষেধাজ্ঞার কারণে আরবি লাইপজিগের সঙ্গে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগ পড়েছিল অনিশ্চয়তার মধ্যে। তবে জার্মান ক্লাব ভেন্যু পাল্টাতে সফল হওয়ায় ম্যাচটি নির্ধারিত সূচিতেই হচ্ছে।

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পুসকাস এরেনায় হবে লাইপজিগ ও লিভারপুলের প্রথম লেগের লড়াই। শেষ ষোলোর ম্যাচটি হওয়ার কথা ছিল লাইপজিগের রেড বুল এরেনায়। ভেন্যু পাল্টালেও অপরিবর্তিত রয়েছে ম্যাচের দিনক্ষণ। ১৬ ফেব্রুয়ারি স্থানীয় সময় রাত আটটায় হবে দুই দলের লড়াই।

উয়েফা বিবৃতিতে জানায়, ‘উয়েফা নিশ্চিত করছে যে আরবি লাইপজিগ ও লিভারপুলের চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর লড়াই হবে বুদাপেস্টের পুসকাস এরেনায়। ম্যাচের তারিখ (২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি) ও কিক-অফের সময় (রাত ৮টা) অপরিবর্তিত থাকবে।’

ম্যাচ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ার পর এই ইস্যুর সমাধানে লাইপজিগ ও লিভারপুলের সহযোগী মনোভাবের জন্য তাদের ধন্যবাদ জানিয়েছে উয়েফা। তারা আরও বলেছে, ‘প্রশ্নবিদ্ধ ম্যাচ আয়োজনে সমর্থন ও রাজি হওয়ায় হাঙ্গেরিয়ান ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ জানাচ্ছি আমরা।’