খেলাধুলা

সাকিবের না থাকা বাড়তি সুবিধা দেবে না: সিমন্স 

বাংলাদেশকে প্রথম টেস্টে হারিয়ে সিরিজে সুবিধাজনক অবস্থায় আছে ওয়েস্ট ইন্ডিজ। এবার মিশন ঢাকা টেস্ট।  উইন্ডিজ সুবিধাজনক অবস্থায় থাকলেও সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ সাকিব আল হাসানকে হারিয়ে বড় ধাক্কা খেয়েছে।

তবে সাকিব না থাকায় উইন্ডিজ কোচ ফিল সিমন্স মনে করছেন না এতে বাড়তি সুবিধা পাওয়া যাবে।

ফিল সিমন্স বলেন, ‘সাকিবের না থাকা বাড়তি সুবিধা দেবে না। হ্যাঁ, সে বিশ্বের সেরা একজন অলরাউন্ডার, কিন্তু বাংলাদেশের অনেক স্পিনার এবং ব্যাটসম্যান রয়েছে। যারা এখানে বোলিং করতে পারে।‘

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে, ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টেস্টে সাকিবকে পাবে না বাংলাদেশ। বাঁ পায়ের ঊরুতে চোট পাওয়া অলরাউন্ডারকে নিয়ে ঝুঁকি নিতে চায় না দল। স্বাভাবিক হাঁটা-চলা করলেও ম্যাচ খেলার মতো ফিটনেস নেই সাকিবের। এজন্য তাকে ছাড়া পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ। 

বিসিবি বলেছে, ‘চট্টগ্রামে ম্যাচের দ্বিতীয় দিন বাঁ উরুতে চোটে পড়ার পর থেকে সাকিবকে ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সতর্কতার সঙ্গে বিবেচনা করে তাকে দ্বিতীয় টেস্টে রাখা হচ্ছে না।’

সিমন্স  বলেন, ‘তারা (বাংলাদেশ) এমন কাউকে পেয়ে যাবে যে তার কাজ করতে পারবে। হয়তো সাকিবের মতো হবে না, কিন্তু টেস্ট ক্রিকেটের জন্য যথেষ্ট। আমরার তার না থাকাকে বাড়তি সুযোগ হিসেবে দেখছি না। এটা আমাদের জন্য সহজ হবে না।‘

প্রথম ম্যাচে তিন উইকেটে জিতে সিরিজে এগিয়ে আছে উইন্ডিজ। ঢাকায় দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১১ ফেব্রুয়ারি।