খেলাধুলা

কোহলিকে পেছনে ফেলে শীর্ষ তিনে রুট 

ভারতের বিপক্ষে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি করে টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে তিনে অবস্থান করছেন জো রুট।  চেন্নাইয়ে নিজের শততম টেস্ট খেলতে নেমে খেলেন ২১৮ রানের নান্দনিক ইনিংস; তাতেই তিনি টেস্ট ব্যাটিং র‍্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে উঠে আসেন তিন নম্বরে।

বৃহস্পতিবার এক বিবৃতি দিয়ে রুটের র‍্যাংকিংয়ের উন্নতির বিষয়টি নিশ্চিত করে। রুটের উন্নতির দিনে অবনতি হয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলির। তিনি তৃতীয় স্থান থেকে নেমে এসেছেন রুটের আগের জায়াগায়; ৫ম স্থানে।

টেস্ট র‍্যাংকিংয়ে ৯১৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উলিয়ামসন। ৮৯১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। তার থেকে ৮ পয়েন্ট কমে ৮৮৩ রেটিং নিয়ে তৃতীয় স্থানে জো রুট। ভারতের বিপক্ষে আরও তিনটি টেস্ট বাকি আছে; ওগুলোতে ভালো করলে স্মিথকেও ছাড়িয়ে যাবেন রুট।

টানা তিন টেস্টের দুটিতে ডাবল সেঞ্চুরি; মাঝে একটিতে করেন ১৮৬ রান। ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্টে যেনো উড়েছেন ইংলিশ অধিনায়ক।