খেলাধুলা

মুলারের করোনা, নেই ক্লাব বিশ্বকাপ ফাইনালে

ক্লাব বিশ্বকাপ ফাইনালের আগ মুহূর্তে ধাক্কা খেলো বায়ার্ন মিউনিখ। করোনাভাইরাস পজিটিভ হয়েছে তাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় থমাস মুলার। বৃহস্পতিবার বাংলাদেশ স্থানীয় সময় রাত ১২টায় কাতারের আল রায়ানে অবস্থিত এডুকেশন সিটি স্টেডিয়ামে মেক্সিকান ক্লাব টাইগ্রেসের মুখোমুখি হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

স্কাই রিপোর্ট এক প্রতিবেদনে জানিয়েছে, জার্মান এই ফরোয়ার্ড বুন্দেসলিগার একাধিক ম্যাচও খেলতে পারবেন না। আগামী ২৪ ফেব্রুয়ারি লাৎসিওর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর ম্যাচেও তাকে নিয়ে শঙ্কা রয়েছে।

বুন্দেসলিগায় ২০ ম্যাচ শেষে ৭ পয়েন্টের ব্যবধানে আরবি লাইপজিগকে পেছনে ফেলে শীর্ষে বায়ার্ন। এই সাফল্যে দারুণ অবদান মুলারের। ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড ২০ ম্যাচেই খেলেছেন, গোল ১০টি এবং অ্যাসিস্টও সমান সংখ্যক। সব প্রতিযোগিতা মিলে ১৪টি গোল।

মুলারের আগে বায়ার্নের জাভি মার্তিনেজ ও লিওন গোরেৎকা করোনায় আক্রান্ত হন। বিশ্ব শিরোপার মঞ্চে তার পরিবর্তে জামাল মুসিয়ালা কিংবা সার্জ ন্যাব্রির জায়গা হতে পারে দলে।