খেলাধুলা

৩৪ বছরের রেকর্ড ভাঙলো ভারত

প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে শক্ত জবাব দিলো ভারত। চেন্নাইয়ের ‘ক্রিকেটের বরপুত্র’ রবিচন্দ্রন অশ্বিনের অলরাউন্ড পারফরম্যান্সে তারা জিতেছে ৩১৭ রানে। তাতে ভারত ভেঙেছে ৩৪ বছরের পুরোনো রেকর্ড।

ম্যাচে প্রথম ইনিংসে পাঁচটিসহ ৮ উইকেট শিকার ও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন অশ্বিন, তার ব্যাটে আসে ১০৬ রান। তাতে ইংল্যান্ডের বিপক্ষে রানের হিসাবে সবচেয়ে বড় ব্যবধানে জিতেছে ভারত। সব মিলিয়ে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের তালিকায় এটা ভারতের পঞ্চম। এই সাফল্যে ১৯৮৬ সালের জুনে লিডস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ২৭৯ রানের জয়কে ছাপিয়ে গেলো ভারত।

অশ্বিনের সঙ্গে আরও অবদান রাখেন ওপেনার রোহিত শর্মা ও বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল, যিনি অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। প্রথম ইনিংসে ১৬১ রান করেন রোহিত। এছাড়া আজিঙ্কা রাহানে ও ঋষভ পান্ত প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ দুটি হাফ সেঞ্চুরি করেন। দ্বিতীয় ইনিংসে ৬২ রান করেন বিরাট কোহলি।

আগামী ২৪ ফেব্রুয়ারি আহমেদাবাদে দিবারাত্রির ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। দুই টেস্ট শেষে চার ম্যাচের সিরিজ ১-১ এ সমতায় আছে।