খেলাধুলা

‘ইয়ো ইয়ো’ টেস্টে শুরু ঘরোয়া ক্রিকেট ফেরানোর প্রস্তুতি

ওয়েস্ট ইন্ডিজকে দিয়ে জানুয়ারিতে দেশে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। এবার চলছে ঘরোয়া ক্রিকেট ফেরানোর প্রস্তুতি। মার্চে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) মাঠে গড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তা বাস্তবায়নে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ক্রিকেটারদের ইয়ো ইয়ো টেস্ট।

এদিন মিরপুরের ইনডোরের মাঠে ইয়ো ইয়ো টেস্ট দিয়েছেন ঢাকা মেট্রো, রাজশাহী ও রংপুর দলের খেলোয়াড়রা। ধারাবাহিকভাবে বাকি দলগুলোর খেলোয়াড়ও এই পরীক্ষা দেবেন।

বিসিবি টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আরিফুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শেষ হওয়ার পরই প্রেসিডেন্ট স্যার আমাদের নির্দেশনা দিয়েছিলেন যে করোনা ভ্যাকসিন নেওয়ার পর ক্রিকেটারদের মাঠে ফেরানো হবে। আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছি।’

নির্দেশনা অনুযায়ী প্রথম পর্ব শুরু হয়ে গেছে বললেন এই বোর্ড কর্মকর্তা, ‘ক্রিকেটাররা অনেকেই ভ্যাকসিন নিয়েছে। সামনে আরও নেবে। এখন ফিটনেস মূল্যায়ন হচ্ছে। বছরে মোট তিনবার ফিটনেস মূল্যায়ন হবে। ওইটার প্রথম পর্ব আজ শুরু হলো।’

মার্চের শেষ দিকে শুরু হতে পারে এনসিএল, এমন আভাস দিলেন আরিফুল, ‘আয়ারল্যান্ড এইচপি দল (আয়ারল্যান্ড উলভস) সফর শেষ করার পর আমরা লিগ শুরু করতে পারবো। ২০-২২ মার্চ শুরু করার ইচ্ছে আছে। এবারও দুই স্তরের টুর্নামেন্ট হবে। হোম অ্যান্ড অ্যাওয়েতে খেলাগুলো হবে।’

অনেক বছর ধরে বাংলাদেশের ক্রিকেটারদের ফিটনেস যাচাই করা হচ্ছে বিপ টেস্ট দিয়ে। এবার থেকে ইয়ো ইয়ো টেস্ট চালু করেছে বিসিবি। যদিও গত অক্টোবরে বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) দলের ক্রিকেটাররা নতুন ঘরানার এই টেস্ট দিয়েছিলেন। এবার সব ক্রিকেটারদের ফিটনেস যাচাই হবে এই পদ্ধতিতে।

ইয়ো ইয়ো ও বিপ টেস্টের মূল পার্থক্য বিরতিতে। বিপ টেস্টে বিভিন্ন ধাপে টানা দৌড়াতে হয়। কোনও বিরতি থাকে না। ইয়ো ইয়ো টেস্টে বিভিন্ন ধাপে দৌড়াতে হয়। কিন্তু সেখানে ১০ সেকেন্ডের বিশ্রাম নেওয়া যায়। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ডসহ অনেক দেশ ফিটনেস দেখতে জন্য এই আধুনিক টেস্ট ব্যবহার করে।

মিরপুরে আজ পরীক্ষা দিয়েছিলেন ঢাকা মেট্রোর ওপেনার শামসুর রহমান। ফলে ১৮ পাওয়া শামসুর নিজের সন্তষ্টি প্রকাশ করে রাইজিংবিডিকে বলেন, ‘দুইটা টেস্টই প্রায় এক। তবে ইয়ো ইয়ো টেস্টকে এগিয়ে রাখবো। ক্রিকেটারদের মাঠে গিয়ে যেরকম পরিস্থিতি অনুযায়ী ফিটনেসের প্রয়োজন এটা সেরকমই। আমি বলবো ভালো। এটা আবার দীর্ঘমেয়াদী। যেমন আজ ১৮ পেয়েছি। তিন মাস পর আবার আমার টেস্ট হবে। তখন আমাকে টার্গেট দেওয়া থাকবে যেন ১৮.৫ করি বা এরকম।’