খেলাধুলা

ক্লপের বিশ্বাস প্লেনে ‘ভালো ঘুম’ হবে অ্যালিসনের

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) খুবই নাজুক অবস্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। টানা ৩ ম্যাচে হারের তিক্ত স্বাদ নিয়ে চ্যাম্পিয়নস লিগের নকআউট জার্নিতে নামে অল রেডরা। সেই জার্নির প্রথম ধাপ লেটার মার্কস পেয়েই উতরে গেছে সালাহ-মানেরা।

গতকাল রাতে নিরপেক্ষ ভেন্যু  বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় জার্মান ক্লাব আরবি লাইপজিগকে ২-০ গোলে হারায় লিভারপুল। গোল ২টি করেন দলের নির্ভরযোগ্য ২ তারকা মোহাম্মদ সালাহ-সাদিও মানে। তাদের যুগলবন্দী পারফরম্যান্সের পাশাপাশি বড় অবদান রয়েছে গোলরক্ষক অ্যালিসন বেকারের।

এর আগের ৭টি ম্যাচে ১টিতেও ছিল না ক্লিনশিট। যে কোনো গোলরক্ষকের জন্য বড় মঞ্চে নামার আগে এটা হতাশার। এই হতাশাকে গা ঘেষতে দেননি অ্যালিসন। দারুণ নৈপুণ্য দেখিয়ে দলকে বিরত রাখেন গোলহজম থেকে। 

তাইতো পেয়েছেন কোচ ইয়ের্গুন ক্লপের প্রশংসা। শিষ্যকে নিয়ে গুরু ক্লপ বলেন, ‘আমি নিশ্চিত অ্যালি (অ্যালিসন বেকার) দেশে ফেরার পথে প্লেনে ভালো ঘুমোতে পারবে। সব সময়ের মতো সে আমাদের দারুণ সহযোগিতা করেছে।’

প্রথম লেগের খেলায় এগিয়ে যাওয়াতে ঘরের মাঠে দ্বিতীয় লেগের খেলায় ফুরফুরে মেজাজে নামবে লিভারপুল। আগামী ১০ মার্চ অ্যানফিল্ডে লাইপজিগকে আতিথেয়তা দেবে ক্লপের শিষ্যরা।