খেলাধুলা

ওয়ালটন প্রথম বিভাগ দাবা লিগ শুরু, মানহা’স ক্যাসল ও রূপালী ব্যাংকের জয়

ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন প্রথম বিভাগ দাবা লিগ-২০২১’। ১২টি দল নিয়ে ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে এই প্রতিযোগিতা চলবে ৫ মার্চ পর্যন্ত।

দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের দাবা ক্রীড়া কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিশ্ব দাবা সংস্থার ফিদে এশিয়ান জোন ৩.২ এর প্রেসিডেন্ট, আন্তর্জাতিক অর্গানাইজার সৈয়দ শাহাব উদ্দিন শামীম, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও দাবা লিগ কমিটির সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু ও আন্তর্জাতিক দাবা বিচরাক মো. হারুন অর রশিদ, ওয়ালটন গ্রুপের ডেপুটি ডিরেক্টর মেহরাব হোসেন আসিফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে প্রথম রাউন্ডে খেলা অনুষ্ঠিত হয়। প্রথম রাউন্ডের খেলায় মানহা’স ক্যাসল ৩.৫-০.৫ পয়েন্টে খেলাঘর দাবা সংঘ, গোপালগঞ্জকে, রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ ৩-১ গেম পয়েন্টে বসির মেমোরিয়াল দাবা ক্লাবকে, ইসফট এরিনা চেস ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্টে ঢাকা চেস ক্লাবকে, অগ্রণী ব্যাংক দাবা দল ৩-১ গেম পয়েন্টে ঢাকা নাইটস চেস ক্লাবকে, সুলতানা কামাল স্মৃতি পাঠাগার ২.৫-১.৫ গেম পয়েন্টে মর্নিং গ্লোরি চেস ক্লাবকে পরাজিত করে। ক্যাসপারভ চেস ক্লাব ২-২ গেম পয়েন্টে মীর চেস ক্লাবের সাথে ড্র করেন। 

আগামীকাল (শুক্রবার) বিকেল ৩টা থেকে একই স্থানে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।

এবারের এই ওয়ালটন প্রথম বিভাগ দাবা লিগে ১২টি দল অংশ নিয়েছে। যার মধ্যে ২টি দল ২০২০ সালের দ্বিতীয় বিভাগ দাবা লিগ হতে উন্নীত হয়েছে এবং ২টি দল প্রিমিয়ার ডিভিশন থেকে রেলিগেটেড হওয়া।

অংশ নিতে যাওয়া দলগুলোর মধ্যে রয়েছে- ১. মানহাস ক্যাসল চেস ক্লাব, ২. সুলতানা কামাল স্মৃতি পাঠাগার, ৩. ঢাকা নাইটস্ চেস ক্লাব, ৪. খেলাঘর দাবা সংঘ, গোপালগঞ্জ, ৫. বসির মেমোরিয়াল চেস ক্লাব, ৬. মীর চেস ক্লাব, ৭. অগ্রণী ব্যাংক লিমিটেড দাবা দল, ৮. ক্যাসপারভ চেস ক্লাব, ৯. ঢাকা চেস ক্লাব ১০. রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ, ১১. ইসফট এরিনা চেস ক্লাব (দ্বিতীয় বিভাগ হতে উন্নীত) এবং ১২. মনির্ং গ্লোরী চেস ক্লাব, কুষ্টিয়া (দ্বিতীয় বিভাগ দাবা লিগ হতে উন্নীত)।

এর মধ্যে মানহা’স ক্যাসল চেস ক্লাব সোনারগাঁও চেস ক্লাবের, রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ লিজেন্ড ফারাজ আয়াজ দাবা টিমের এবং ঢাকা চেস ক্লাব দেবদাস বিশ্বাস স্মৃতি সংসদের স্বত্ব গ্রহণ করে প্রথম বিভাগ দাবা লিগে অংশগ্রহণ করছে।

প্রতিটি দলে ৪ জন নিয়মিত ও ২ জন অতিরিক্ত খেলোয়াড় রয়েছে। লিগের খেলা রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম বিভাগ দাবা লিগ চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দল ২০২১ সালের প্রিমিয়ার বিভাগ দাবা লিগে অংশগ্রহণের সুযোগ পাবে এবং সর্বনিম্ন স্থান পাওয়া দুটি দল দ্বিতীয় বিভাগে নেমে যাবে।

এবারের ওয়ালটন প্রথম বিভাগ দাবা লিগের চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় স্থান অধিকারী দলকে অর্থ পুরস্কার, ট্রফি, মেডেল ও ওয়ালটন সামগ্রী প্রদান করা হবে। চ্যাম্পিয়ন দল ৫০ হাজার, রানার্স-আপ দল ৩০ হাজার এবং তৃতীয় স্থান প্রাপ্ত দল ২০ হাজার টাকা প্রাইজমানি পাবে। এছাড়া প্রত্যেক বোর্ডের পারফমেন্সের উপর ভিত্তি করে খেলোয়াড়দের বোর্ড পুরস্কার দেয়া হবে।  

এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। রেডিও পার্টনার রেডিও টুডে। অনলাইন পার্টনার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম।