খেলাধুলা

জামিনে মুক্ত বার্সার সাবেক প্রেসিডেন্ট বার্তোমেউ

একরাত পুলিশি হেফাজতে থাকার পর মঙ্গলবার জামিনে মুক্তি পেলেন বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট হোসেপ মারিয়া বার্তোমেউ। ‘বার্সাগেট’ কেলেঙ্কারির অভিযোগে সোমবার তার বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে কাতালান পুলিশ বাহিনী মোসোস ডে এসকোয়াড্রা।

মঙ্গলবার বার্তোমেউ ও তার সাবেক উপদেষ্টা জাউমে মাসফেরারকে আদালতে হাজির করা হয়। আদালতে তাদের বক্তব্য না দেওয়ার অধিকার থাকার বিষয়টি আমলে নিয়ে বিচারক জামিন দেন।

এই দিন সকালে সংক্ষিপ্তকারে কার্যক্রমের গোপনীয়তা তুলে নেওয়া হয়। এ মামলা আরও দুইবার অনুসন্ধান করে বিচারকের সামনে তাদের উপস্থাপন করা হবে।

সোমবার সকালে ন্যু ক্যাম্পে বার্সার কার্যালয়ে তল্লাশি চালানোর পর বার্তোমেউসহ চারজনকে গ্রেপ্তার করে কাতালান পুলিশ। সাবেক নির্বাহী কর্মকর্তা অস্কার গ্রাউ ও পরিচালক রোমান গোমেজ পোন্তিকে গ্রেপ্তার করা হলেও কয়েক ঘণ্টার মধ্যে তাদের ছেড়ে দেওয়া হয়।

গত বছরের ফেব্রুয়ারিতে স্প্যানিশ রেডিও স্টেশন কাদেনা সের দাবি করেছিল, দলের খেলোয়াড়দের মর্যাদাহানি করতে আইথ্রি নামে একটি কোম্পানিকে ভাড়া করেছিলেন বার্তোমেউ। ওই প্রতিষ্ঠানটির কাজ ছিল ক্লাবের ভেতরে ও বাইরে তার প্রতিদ্বন্দ্বীদের নামে মিডিয়ায় কুৎসা রটানো। মেসি-পিকেসহ সাবেক ফুটবলার জাভি ও কোচ পেপ গার্দিওলার বিরুদ্ধে নানা ধরনের মন্তব্য করতো আইথ্রি। এই অভিযোগ ‘বার্সাগেট’ নামে পরিচিতি পায়।

ওই অভিযোগকে পরে ভিত্তিহীন বলে দাবি করেছিল বার্তোমেউ ও তার বোর্ড। তারা প্রতিক্রিয়ায় জানিয়েছিল, প্রতিষ্ঠানটির সঙ্গে তাদের সম্পর্ক থাকলেও কাউকে মর্যাদাহানি করতে কোনও অর্থ দেয় না কিংবা বিরোধী প্রচারণায় উৎসাহিত করে না। সংবাদমাধ্যমে তোলা অভিযোগ প্রমাণের দাবিও জানায় তারা।

গত বছর দলের পারফরম্যান্স ও মেসির দলবদলের নাটকীয়তাসহ নানা চাপে অক্টোবরের শেষ দিকে পুরো বোর্ডকে নিয়ে পদত্যাগ করেন বার্তোমেউ।