খেলাধুলা

প্রথম সেশনে ইংল্যান্ডকে শান্তি দেয়নি ভারত

গোলাপি বলের টেস্ট ছিল যেই আহমেদাবাদে, সেখানেই হচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শান্তিতে নেই সফরকারীরা। অক্ষর প্যাটেলের ঘূর্ণিতে আবারও বশ ইংলিশরা। অধিনায়ক জো রুটের উইকেটটিও হারিয়েছে লাঞ্চের অনেক আগেই।

প্রথম সেশনে খেলা হয়েছে ২৫ ওভার। অর্ধেক সময়ের আগেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়েছে ইংল্যান্ড। ১২.১ ওভারে তাদের স্কোর ছিল ৩০/৩। সেখান থেকে জনি বেয়ারস্টো ও বেন স্টোকস ৪০ ছাড়ানো অবিচ্ছিন্ন জুটিতে ক্ষত শুকানোর চেষ্টা করছেন।

৩ উইকেটে ৭৪ রানে শেষ হয়েছে প্রথম সেশন। আগের দুই ম্যাচে তিন ইনিংসে ফাইফার নেওয়া অক্ষর প্যাটেল প্রথম ওভারেই নেন মেডেন উইকেট। ইনিংসের ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে ডম সিবলিকে স্ট্রেইট বলে বোল্ড করেন এই স্পিনার। পরের ওভারে আরেক ওপেনার জ্যাক ক্রলিরও বিদায়, তিনিও অক্ষরে কাবু। মিড অফে মোহাম্মদ সিরাজের ক্যাচ হন।

রুট নেমে মাত্র ৯ বল ক্রিজে থাকতে পেরেছেন। যশপ্রীত বুমরার বদলে খেলতে নামা সিরাজ এলবিডাব্লিউ করেন তাকে ৫ রানে। বেয়ারস্টো ও স্টোকসের ৪৪ রানের দৃঢ় জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ইংল্যান্ড।