খেলাধুলা

বারিধারাকে হারিয়ে শীর্ষ দুইয়ে আবাহনী 

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আবাহনী লিমিটেড জয় পেয়েছে উত্তর বারিধারার বিপক্ষে। এই জয়ে শেখ জামালকে টপকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো আকাশি-নীল জার্সিধারীরা।

বৃহস্পতিবার (৪ মার্চ) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচে ২-১ গোলে জয় পায় আবাহনী। এই জয়ে ১২ ম্যাচে ৭ জয়ে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। এক ম্যাচ কম খেলে ২৩ পয়েন্ট নিয়ে তৃতীয় শেখ জামাল। ১২ ম্যাচে ১১ জয় নিয়ে সবার ওপরে বসুন্ধরা কিংস।

ম্যাচের ২৫ মিনিটে ডি-বক্সের মধ্যে বারিধারার ডিফেন্ডার সোহেলের ট্যাকলে আবাহনী পেনাল্টি পেয়ে যায়। আবাহনীর জুয়েল রানা বল নিয়ে এগোচ্ছিলেন। এ সময় সোহেল পেছন থেকে ধাক্কা দিলে পেনাল্টির সঙ্কেত দেন রেফারি। বারিধারার জালে লক্ষ্যভেদ করে আবাহনীকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফ্রান্সিসকো তোরেস।

১-০ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে ১০ মিনিটের সময় এবার আবাহনী এগিয়ে যায় বারিধারার আত্মঘাতী গোলে। ডি বক্সে দলটির ডিফেন্ডার ফজিলভ বল ক্লিয়ার করতে গিয়ে বল জড়ান নিজেদের জালে।

খেলার অন্তিম সময় ৯০ মিনিটে ১টি গোল শোধ করতে পারে বারিধারা। বাম পাশ আরিফ হোসেনের ক্রস থেকে ডান পায়ের দারুণ শটে জালে জড়ান বারিধারার মাহমোদ সাঈদ। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।