খেলাধুলা

এলোমেলো ভারতের টপ অর্ডার

ভারতীয় স্পিনারদের দাপটে ইংল্যান্ডের ইনিংস দুইশ পেরিয়েই শেষ হয়ে গিয়েছিল। আহমেদাবাদে সফরকারীরা পাল্টা জবাব দিচ্ছে পেসারদের দিয়ে। জেমস অ্যান্ডারসন ও বেন স্টোকসের পেসে এলোমেলো স্বাগতিকদের টপ অর্ডার। ৪ উইকেটে ৮০ রান করে দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষ করেছে ভারত।

১ উইকেটে ২৪ রান শুক্রবারের খেলা শুরু করেছিল ভারত। রোহিত শর্মা ৮ ও চেতেশ্বর পুজারা ১৫ রানে অপরাজিত ছিলেন। স্কোরবোর্ডে পঞ্চাশ রান জমা হওয়ার আগেই আরও ২ উইকেট হারায় স্বাগতিকরা। ২৪তম ওভারের শেষ বলে জ্যাক লিচের কাছে এলবিডাব্লিউ হন পুজারা (১৭), দলের রান তখন ৪০।

ক্রিজে থিতু হওয়া রোহিত শর্মার সঙ্গে বিরাট কোহলির জুটি ১ রানের বেশি হয়নি। ৮ বল খেলে স্টোকসের শর্ট বলে উইকেটের পেছনে বেন ফোকসের ক্যাচ হন ভারতের অধিনায়ক, ডাক মারেন তিনি।

সহঅধিনায়ক আজিঙ্কা রাহানে প্রথম সেশন শেষ করে যেতে পারেননি। রোহিতের সঙ্গে তার ৩৯ রানের জুটি ভাঙার পর লাঞ্চ বিরতিতে যায় দুই দল। ৪৫ বলে চারটি চারে ২৭ রান করে স্টোকসের ক্যাচ হন রাহানে। তাকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন অ্যান্ডারসন। রোহিত ৩২ রানে অপরাজিত আছেন।