খেলাধুলা

রোহিতের আক্ষেপ

দ্বিতীয় দিন খুব একটা স্বস্তিতে নেই ভারত। ইংল্যান্ডের ২০৫ রানের জবাবে দেড়শ করার আগেই ৬ উইকেট হারায় তারা। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৬ উইকেটে ১৫৩ রান করে চা বিরতিতে যায় স্বাগতিকরা।

প্রথম সেশন ভারত শেষ করেছিল ৪ উইকেটে ৮০ রানে। ৩২ রানে অপরাজিত রোহিত শর্মা দ্বিতীয় সেশন শুরু করেন ঋষভ পান্তকে সঙ্গে করে। ৪১ রানের বেশি হয়নি জুটিটা। এক রানের জন্য ফিফটি উদযাপন করতে পারেননি রোহিত। ১৪৪ বলে ৭ চারে ৪৯ রান করে বেন স্টোকসের কাছে এলবিডাব্লিউ হন এই ওপেনার। রিভিউ নিয়েও আম্পায়ারের সিদ্ধান্ত পাল্টাতে পারেননি।

পরে পান্তের সঙ্গে ক্রিজে নামেন রবিচন্দ্রন অশ্বিন। লম্বা হয়নি তাদের জুটিও। ১৪৬ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে অশ্বিন ১৩ রানে জ্যাক লিচের বলে অলি পোপের ক্যাচ হন। ৬২ বলে ৩৬ রানে অপরাজিত থেকে দলের ব্যবধান কমাতে লড়ছেন পান্ত। তার সঙ্গে অন্য প্রান্তে খেলছেন ওয়াশিংটন সুন্দর।

১ উইকেটে ২৪ রান শুক্রবারের খেলা শুরু করেছিল ভারত। রোহিত ৮ ও চেতেশ্বর পুজারা ১৫ রানে অপরাজিত ছিলেন। স্কোরবোর্ডে পঞ্চাশ রান জমা হওয়ার আগেই আরও ২ উইকেট হারায় স্বাগতিকরা। ২৪তম ওভারের শেষ বলে জ্যাক লিচের কাছে এলবিডাব্লিউ হন পুজারা (১৭), দলের রান তখন ৪০।

ক্রিজে থিতু হওয়া রোহিত শর্মার সঙ্গে বিরাট কোহলির জুটি ১ রানের বেশি হয়নি। ৮ বল খেলে স্টোকসের শর্ট বলে উইকেটের পেছনে বেন ফোকসের ক্যাচ হন ভারতের অধিনায়ক, ডাক মারেন তিনি।

সহঅধিনায়ক আজিঙ্কা রাহানে প্রথম সেশন শেষ করে যেতে পারেননি। রোহিতের সঙ্গে তার ৩৯ রানের জুটি ভাঙার পর লাঞ্চ বিরতিতে যায় দুই দল। ৪৫ বলে চারটি চারে ২৭ রান করে স্টোকসের ক্যাচ হন রাহানে। তাকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন অ্যান্ডারসন। রাহানের আউটে লাঞ্চে যায় দুই দল।