খেলাধুলা

মুমতাহিনার ৪ উইকেট, ফাইনালে নীল দল

বাংলাদেশ গেমসের নারীদের ক্রিকেট ইভেন্টের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ নীল দল। প্রথম দুটি ম্যাচই জিতেছে তারা। সোমবার তারা ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ সবুজ দলকে। প্রথম ম্যাচে বিসিবি লাল দলের বিপক্ষে জিতেছিল ১০ উইকেটে।

দ্বিতীয় ম্যাচে লাল দলের নায়ক মুমতাহিনা। নিয়ন্ত্রিত বোলিংয়ে ২২ রানে ৪ উইকেট নেন তিনি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার আগে ব্যাটিং করে সবুজ দল ৩৯.৫ ওভারে ৮৩ রান তোলে। সর্বোচ্চ ১৯ রান করেন অধিনায়ক শারমিন সুলমান। এছাড়া সানজিদা ১৪ এবং সমান ১২ রান করেন রুমানা আহমেদ ও দিশা বিশ্বাস। দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেনি ৬ ব্যাটসম্যান।

২২ রান দিয়ে ৪ উইকেট নেন মুমতাহিনা। এছাড়া জাহানারা ও সালমা খাতুন দুটি করে উইকেট নেন। এক উইকেট নেন ফারিহা তৃষ্ঞা।

লক্ষ্যে নেমে নীল দলের দুই ওপেনার মুর্শিদা খাতুন ও শামীমা সুলতানা ৫৮ রানের জুটি গড়েন। এ জুটি ভাঙেন সানজিদা মেঘলা। তার বলে ২৪ রানে আউট হন মুর্শিদা। জয়ের বাকি আনুষ্ঠানিকতা সারেন শামীমা ও ফারজানা। শামীমা ৩০ ও ফারজানা ২১ রানে অপরাজিত থাকেন।

১০ মার্চ একই মাঠে তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে সবুজ ও লাল দল। যারা জিতবে তারা নীল দলের সঙ্গে ফাইনাল খেলবে।