খেলাধুলা

সবুজ দলকে উড়িয়ে সালমাদের সোনা জয় 

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের নবম আসরের নারী ক্রিকেট ইভেন্টে সোনা জিতেছে নীল দল। ফাইনালের মঞ্চে সবুজ দলকে ৮ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছেন সালমা খাতুনরা।

শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সবুজ দলকে ব্যাটিংয়ে পাঠায় নীল দল। শুরু থেকেই নড়বড়ে ব্যাটিং করতে থাকা সবুজ দলের ইনিংস থামে ৭২ রানে।

জাহানারা-মুমতাহেনাদের বোলিং তোপে ব্যাট হাতে ব্যর্থ শারমিন সুলতানার দল। সর্বোচ্চ ১৮ রানের ইনিংস খেলেন ঋতু মণি। ১৪ রান করেন রুমানা আর ১২ রান আসে সানজিদার ব্যাট থেকে। এ ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরের মুখ দেখেননি।

নীল দলের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট করে নেন জাহানারা আলম ও মুমতাহেনা। এ ছাড়া সালমা খাতুন ২টি ও রাবেয়া খান নেন ১টি উইকেট।

লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে মাত্র ১৮ ওভার ২ বল খেলে লক্ষ্যে পৌঁছে যায় নীল দল। ৫৫ বলে সর্বোচ্চ ৩১ রান করেন ওপেনার শারমিন সুলতানা।

তিনি আউট হয়ে গেলেও সহজেই জয় নিয়ে মাঠ ছাড়ে নীল দল। ফারজানা হক ও ইশমা তানজিম দলকে জিতিয়ে মাঠ ছাড়েন । ফারজানা ২৮ রানে ও ইশমা অপরাজিত থাকেন।

১টি করে উইকেট নেন খাদিজাতুল কোবরা ও রুমানা আহমেদ।