খেলাধুলা

চাহালের কীর্তি

বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের টি-টোয়েন্টি যাত্রা শুরু হলো হার দিয়ে। শুক্রবার রাতে ভারতকে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। আগে ব্যাটিং করে ভারত ৭ উইকেটে ১২৪ রান তোলে। জবাবে ইংল্যান্ড ২৭ বল আগে জয়ের বন্দরে নোঙর ফেলে।

ভারতের দিনটি খারাপ গেলেও তাদের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল গড়েছেন অনন্য এক কীর্তি। টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড এখন তার দখলে। জসপ্রিত বুমরাহকে ছাড়িয়ে চাহাল এখন উইকেট সংখ্যায় শীর্ষে। ৪৬ টি-টোয়েন্টিতে চাহালের উইকেট ৬০টি। ইকোনমি রেট ৮.৩৪। 

ইংল্যান্ডের উইকেট রক্ষক ব্যাটসম্যান জস বাটলারের উইকেট নিয়ে চাহাল ছাড়িয়ে যান বুমরাহকে। বুমরাহ ৫০ টি-টোয়েন্টিতে পেয়েছেন ৫৯ উইকেট। ইকোনমি রেট ২০.২৫।ব্যক্তিগত কারণে এ সিরিজে খেলা হচ্ছে না তার। 

এদিকে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নেমে নিজের শততম আন্তর্জাতিক ম্যাচ খেলেন চাহাল। ২০১৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তার আন্তর্জাতিক অভিষেক হয়েছিল। ৩০ বছর বয়সি এ লেগ স্পিনার ওয়ানডেতে ৫৪ ম্যাচে ৯২ উইকেট পেয়েছেন।