খেলাধুলা

ভারতের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য

৮ উইকেটে ভারতকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচেও তারা স্কোরবোর্ডে দাপুটে সংগ্রহ করলো। জেসন রয়ের ব্যাটে তাদের রান ৬ উইকেটে ১৬৪।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়ে তৃতীয় বলেই ওপেনার জস বাটলারকে ফেরান ভুবনেশ্বর কুমার। ডেভিড মালানের সঙ্গে জেসনের ৬৩ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেয় সফরকারীরা।

মালান ২৪ রানে ফিরে যাওয়ার পর হাফ সেঞ্চুরির পথে ছুটছিলেন জেসন। কিন্তু ৪ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তিনি। ৩৫ বলে চারটি চার ও দুটি ছয়ে সাজানো ছিল তার ৪৬ রানের ইনিংস। এই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানকে ফেরানোর পর পরের ওভারে জনি বেয়ারস্টোকেও (২০) থামান ওয়াশিংটন সুন্দর।

শার্দুল ঠাকুরের শেষ দুই ওভারে আউট হওয়ার আগে অধিনায়ক এউইন মরগান (২৮) ও বেন স্টোকস (২৪) দলীয় স্কোর দেড়শ পার করেন।

ভারতের পক্ষে শার্দুল ও সুন্দর দুটি করে উইকেট নেন।