খেলাধুলা

৭ বছর পর কোয়ার্টার ফাইনালে চেলসি

সবশেষ ২০১৪ সালে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছিল চেলসি। ৭ বছর পর থমাস টাসেলের হাত ধরে আবার কোয়ার্টার ফাইনালে নাম লেখালো ইংলিশ ক্লাবটি। এ যাত্রায় তারা দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে হারিয়েছে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদকে। প্রথম লেগে ১-০ ব্যবধানে জয়ের পর ফিরতি লেগে বুধবার রাতে ঘরের মাঠে দশজনের অ্যাটলেটিকোর বিপক্ষে চেলসি জয় পেয়েছে ২-০ গোলে। 

ঘরের মাঠে ম্যাচের ৩৪ মিনিটে এগিয়ে যায় ব্লুজরা। এ সময় টিমো ওয়ার্নারের ক্রস থেকে হাকিম জায়িচ গোল করেন অ্যাটলেটিকোর গোলরক্ষক জান অব্লাককে বোকা বানিয়ে। গোল হজম করে চাপে পড়ে যায় জেতার লক্ষ্য নিয়ে আসা অ্যাটলেটিকো। ৮১ মিনিটে চেলসির রক্ষণভাগের খেলোয়াড় অ্যান্তোনিও রুদিগারকে কুনুই দিয়ে লাল কার্ড দেখেন অ্যাটলেটিকোর স্টেফান। তাতে আরো চাপে পড়ে দিয়েগো সিমিওনির শিষ্যরা।

অবশ্য বাকি সময় ১০ জন নিয়ে খেলে জালের নাগালই পায়নি স্প্যানিশ ক্লাবটি। উল্টো যোগ করা সময়ে (৯০+৪) বদলি খেলোয়াড় হিসেবে নামা চেলসির এমারসন গোল করে ২-০ ব্যবধানের জয় উপহার দেন।