খেলাধুলা

তুমি জানো, তুমি যেতে পারবে না, মেসিকে লাপোর্তা

কাতালানদের সঙ্কটজনক পরিস্থিতিতে নতুন প্রধানের দায়িত্ব কাঁধে নিলেন হোয়ান লাপোর্তা। আর্থিক দুরবস্তা কাটানোর পাশাপাশি তার অন্যতম চ্যালেঞ্জ লিওনেল মেসিকে ন্যু ক্যাম্পে রেখে দেওয়া। বার্সেলোনার প্রেসিডেন্ট হিসেবে বুধবার আনুষ্ঠানিক অভিষেকের দিনে প্রথম ভাষণে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন তিনি।

২০১০ সালে দায়িত্ব ছাড়ার ১১ বছর পর আবারও ক্লাব নির্বাচন জিতে শীর্ষ পদটি পেলেন লাপোর্তা। তার প্রথম মেয়াদে রোনালদিনহো, জাভি হার্নান্দেস ও আন্দ্রেস ইনিয়েস্তাদের অন্তর্ভুক্ত করে একের পর এক সাফল্যের দেখা পেয়েছিলেন। লা মাসিয়া থেকে মেসিও আসেন তার হাত ধরে। একবিংশ শতাব্দীর প্রথম দশকে বার্সেলোনার স্বর্ণযুগের অংশীদার দুজন।

এবার তাকে আরও কয়েক মৌসুমের জন্য রেখে দেওয়ার লড়াই লাপোর্তার। নতুন প্রেসিডেন্টের ভাষণের আগে তাকে মেসির সঙ্গে আলিঙ্গন করতে দেখা গেছে। লাপোর্তা বলেছেন, ‘আমাদের প্রথম ভাগে বার্সেলোনার ইতিহাসে সেরা খেলোয়াড়দের পেয়েছিলাম আমরা। কিন্তু আমরা সফল ছিলাম কারণ আমাদের ছিল স্থিতিশীলতা, যা বার্সার একতার কারণে সম্ভব।’

এরপরই ক্লাব প্রেসিডেন্ট জানালেন মেসিকে নিয়ে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি ভুলে যাননি, ‘লিওকে এখানে থেকে যেতে রাজি করানোর মতো সিদ্ধান্ত নিতে আমি এখানে। সেও জানে এটা। তোমার জন্য আমার কত্ত ভালোবাসা সেটা তুমি জানো। এখানে তোমাকে রেখে দিতে যা করার দরকার তাই করবো। তুমি জানো, তুমি যেতে পারবে না লিও।’