খেলাধুলা

আমরা এখানে উন্নতি করতে নয় জিততে এসেছি: তামিম

নিউ জিল্যান্ডে বাংলাদেশ কোনো ফরম্যাটেই স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ জেতেনি। মঙ্গলবার ক্রাইস্টচার্চে সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু হাতের মুঠোয় আসা সুযোগগুলো কাজে লাগাতে না পারায় বাংলাদেশ ম্যাচ জিততে পারেননি।

২৭১ রানের পুঁজি নিয়ে বাংলাদেশ স্বাগতিক শিবিরে বারবার কাঁপন ধরিয়েছে। কিন্তু ম্যাচ মিসের মহড়া ও রান আউটের সুযোগ হাতছাড়ায় বাংলাদেশের জয় কেড়ে নিয়েছে নিউ জিল্যান্ড। ৪ সুযোগ পাওয়া টম ল্যাথাম পেয়েছেন সেঞ্চুরি। রান আউট থেকে বেঁচে যাওয়া কনওয়ে হাঁকিয়েছেন হাফ সেঞ্চুরি। সুযোগ পাওয়া নিশাম খেলেছেন গুরুত্বপূর্ণ ইনিংস।

ম্যাচ শেষে তামিমের কন্ঠে ঝরল আক্ষেপ। পুরস্কার বিতরণী মঞ্চে অধিনায়ক বলেন, ‘আমাদের ম্যাচটা জেতা উচিত ছিল। বোলাররা সুযোগ তৈরি করেছিল। কিন্তু আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি। এরকম পরিস্থিতিতে আসলে ম্যাচ জেতা কঠিন। যখন সুযোগ আসে আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে, সেগুলো যেন আপনার পক্ষে আসে। শতভাগ সেগুলো কাজে লাগাতে হবে। খুব হতাশার।’

টস হেরে ব্যাটিং করতে নেমে মন্থর শুরু করলেও শেষ পর্যন্ত ক্রাইস্টচার্চে ২৭১ রানের পুঁজি পায় বাংলাদেশ। তামিম সর্বোচ্চ ৭৮ ও মিথুন ৭৩ রান করেন। নিজেদের পারফরম্যান্সে খুশি তামিম। বোলারদের নিবেদনেও সন্তুষ্ট অধিনায়ক। তিনি বলেন, ‘ব্যাটসম্যানরা আজ ভালো করেছে। হ্যাঁ, রান তোলায় ধীর গতি ছিল। কিন্তু আমাদের পুঁজি সম্মানজনক ছিল। বোলারার শুরুটা ভালো করেছিল। দ্রুত উইকেট নিয়েছিলাম আমরা। এরপর আমরা সুযোগ তৈরি করেছি কিন্তু কাজে লাগাতে পারিনি।’

তবে প্রথম ম্যাচের থেকে দ্বিতীয় ম্যাচে উন্নতি হওয়ায় খুশি তামিম, ‘এ ম্যাচে আমাদের পারফরম্যান্স ভালো ছিল। উন্নতি স্পষ্ট। কিন্তু আমরা এখানে উন্নতি করতে আসিনি। জিততে এসেছি। হ্যাঁ, ক্যাচ মিস ম্যাচের অংশ। কিন্তু এটা কষ্ট দেয়। কোনো অভিযোগ নেই। কেউ ইচ্ছে করে ক্যাচ ছাড়ে না। যে কারো ক্ষেত্রেই হতে পারে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যখন সুযোগ আসবে আমরা যেন কাজে লাগাই। ইতিবাচক থাকতে হবে। সামনে আরও ভালো করতে হবে।’