খেলাধুলা

দল ধুঁকছে, সেঞ্চুরির পথে নাসির

বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগে ৬ ম্যাচে ১ হাজার রান করার লক্ষ্যের কথা জানিয়েছিলেন নাসির হোসেন। লক্ষ্যের পথে ছুটে যাওয়া শুরু করেছেন প্রথম রাউন্ডেই। বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে রংপুর বিভাগের এ ব্যাটসম্যান প্রথম ইনিংসে ৯৩ রানে অপরাজিত আছেন।

তার দ্যুতি ছড়ানো ইনিংসের পরও ঢাকা বিভাগের করা ৩৬৫ রানের জবাব দিতে নেমে ধুকছে রংপুর। বিকেএসপির ৪ নম্বর মাঠে মঙ্গলবার দ্বিতীয় দিনের খেলা শেষে রংপুরের সংগ্রহ ৭ উইকেটে ১৯৪ রান। 

নাসির ৯৩ ও আলাউদ্দিন বাবু ১২ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। এখনও ১৭১ রানে পিছিয়ে তারা। রংপুরের ব্যাটিংয়ে টপ ও মিডল অর্ডারে কেউই রানের দেখা পাননি। নাসির হোসেন একাই দলকে টেনেছেন। শুরুর চার ব্যাটসম্যানের রান জাহিদ (১৫), তানবীর (৫), সোহরাওয়ার্দী (১) ও নাঈম ইসলাম (৬)। ভালো করতে পারেননি আরিফুল হকও (৩)।  

৪১ রানে তাদের অর্ধেক ব্যাটসম্যান সাজঘরে। সেখানে দলের হাল ধরেন নাসির ও মাহমুদুল হাসান। নাসির রান এগিয়ে নিলে মাহমুদুল উইকেট আগলে রাখেন। দলীয় ১২৫ রানে এ জুটি ভাঙেন আরাফাত সানী জুনিয়র। ২৭ রানে আউট মাহমুদুল। এরপর মাঠে নেমে আকবর আলী নামের প্রতি সুবিচার করতে পারেননি। ১০ রানে ফেরেন অপুর বলে এলবিডব্লিউ হয়ে।

হাফ সেঞ্চুরির থেকে নাসির এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির পথে। চাইলে শেষ বিকেলে তিন অঙ্কের পথে ছুটতে পারতেন। কিন্ত ঝুঁকি নেন। দীর্ঘদিন পর মাঠে নেমে ইনিংস বড় করার দিকে নজর তার। ১৮৫ বলে ১১ চার ২ ছক্কায় সাজিয়েছেন ৯৩ রানের ইনিংস। দেখার বিষয় আগামীকাল নিজের ইনিংসটি কোথায় নিয়ে যেতে পারেন তিনি।