খেলাধুলা

শহিদুলের সেঞ্চুরি নম্বর ওয়ান

বোলিং তার মূল কাজ। ব্যাটিং পুরোটাই বোনাস। তবে আঁটসাঁট ব্যাটিংয়ে প্রয়োজনীয় রান করতে পারেন। সেই ধারাবাহিকতায় প্রতিযোগিতামূলক ক্রিকেটে তার রয়েছে চার হাফ সেঞ্চুরিও। এবার হাফ সেঞ্চুরি নয়, শহিদুল ইসলাম পেলেন সেঞ্চুরি।

প্রথম শ্রেণির ক্রিকেটে তার প্রথম সেঞ্চুরি। এর আগে ৮৩ রান ছিল সর্বোচ্চ। বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে ঢাকা মেট্রোর এ ব্যাটসম্যান পেলেন সেঞ্চুরি। বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে এলো তার প্রথম তিন অঙ্কের ইনিংস। 

দলের অধিনায়ক মার্শাল আইয়ুবের পর সেঞ্চুরি পেলেন এ পেসার। ১০৬ রানে থামেন ডানহাতি ব্যাটসম্যান। ১৫০ বলে ১৪ চার ও ৪ ছক্কায় সাজান সেঞ্চুরির ইনিংসটি। তার সঙ্গে পাল্লা দিয়ে ব্যাটিং করে আবু হায়দার রনি করেন ৩৯ রান। এর আগে বল হাতে শহিদুল পেয়েছিলেন ১ উইকেট।

বরিশাল বিভাগের করা ২৪১ রানের জবাবে ঢাকা মেট্রো করে ৪১৩ রান। ১৭২ রানে পিছিয়ে থেকে বরিশাল দ্বিতীয় ইনিংস শুরু করেছে।