খেলাধুলা

পিনাকের দুর্দান্ত ব্যাটিংয়ে চট্টগ্রামের দাপট

কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ঢাকা মেট্রোপলিটনের বিপক্ষে দাপট দেখাচ্ছে চট্টগ্রাম বিভাগ। সোমবার (২৯ মার্চ) দ্বিতীয় স্তরের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে পিনাক ঘোষের ১৩৭ রানের সৌজন্যে প্রথম দিনে চালকের আসনে তারা। ৪ উইকেটে ২৮১ রান চট্টগ্রামের।

টপ অর্ডারে উপযুক্ত সঙ্গ পাননি পিনাক। দলীয় ২০ রানে সাদিকুর রহমান (১৬) উইকেট হারান। মাহমুদুল হাসান জয় (২৮) বিদায় নেন প্রথম সেশনেই। অধিনায়ক মুমিনুল হক মাত্র ১১ রান করে থামেন।

১০৫ রানে ৩ উইকেট হারানোর পর চট্টগ্রামকে পথে ফেরান পিনাক, সঙ্গ দেন ইয়াসির আলী। মাত্র ১ রানের জন্য হাফ সেঞ্চুরি পাননি তিনি। ইয়াসির ৪৯ রানে আরাফাত সানির শিকার হলে ভাঙে ১০৯ রানের শক্ত জুটি।

শাহাদাত হোসেনের সঙ্গে ৬৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ার পথে সেঞ্চুরি করেন পিনাক। ২৫৬ বলে ১৩ চার ও ২ ছয়ে ১৩৭ রানে অপরাজিত এই ওপেনার। ৩২ রানে খেলছেন শাহাদাত।