খেলাধুলা

পেনাল্টি থেকে ইংল্যান্ডের শীর্ষ গোলদাতা এখন কেইন

পোল্যান্ডের বিপক্ষে স্পট থেকে গোল করে ইংল্যান্ডের শীর্ষ পেনাল্টি গোলদাতা হলেন হ্যারি কেইন।

বুধবার (৩১ মার্চ) ওয়েম্বলিতে বিশ্বকাপ বাছাইয়ে উয়েফা অঞ্চলের ম্যাচে ১৯তম মিনিটে গোল করেন কেইন। ৫৮তম মিনিটে জাকুব মোডার পোল্যান্ডকে সমতায় ফেরান। কিন্তু ইংল্যান্ড ২-১ গোলে ম্যাচটি জিতে নেয় হ্যারি মাগুইরের গোলে। তাতে প্রথম তিন ম্যাচের প্রত্যেকটি জিতে কাতার বিশ্বকাপে জায়গা পাওয়ার মিশন শুরু করলো থ্রি লায়নরা।

জাতীয় দলের হয়ে পেনাল্টি থেকে এটি ছিল কেইনের ১০ নম্বর পেনাল্টি গোল। টটেনহ্যাম হটস্পার ফরোয়ার্ড টপকে গেলেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের কীর্তিকে। সম্প্রতি ইংল্যান্ডের জার্সিতে দুর্দান্ত ফর্মে আছেন তিনি। ইউরো কিংবা বিশ্বকাপ বাছাইয়ে ২১ ম্যাচ খেলে ৩০ গোলে (২২ গোল, ৮ অ্যাসিস্ট) অবদান তার।

২০১৭ সালের অক্টোবর থেকে ১২ ম্যাচ খেলে প্রত্যেকটিতে অন্তত একটি করে গোল পেয়েছেন কেইন। সব মিলিয়ে তার আন্তর্জাতিক গোল ৩৪টি। ৫৩ গোল করে সর্বকালের শীর্ষ গোলদাতার আসনে বসা ওয়েন রুনির পেছনে ছুটছেন তিনি। বর্তমানে তার অবস্থান ষষ্ঠ স্থানে, রুনিকে পেরুনোর আগে পেছনে ফেলতে হবে ববি চার্লটন, গ্যারি লিনেকার, জিমি গ্রিভস ও মাইকেল ওয়েনকে।